বেতাগীতে স্ত্রী হত্যায় স্বামীর মৃত্যুদণ্ড, যাবজ্জীবন ৪
যৌতুকের দাবিতে স্ত্রী সাজেদা বেগম বেবীকে হত্যার অভিযোগে স্বামী সিদ্দিককে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
এ মামলায় ওই গৃহবধূর শ্বশুর, শাশুড়ি, দেবর ও দেবরের বন্ধুকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড ১০ হাজার টাকা করে অর্থদণ্ড অনাদায়ে আরও ৬ মাস বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেয়া হয়েছে।
রোববার (২৯ সেপ্টেম্বর) বিকালে বরগুনার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মো. হাফিজুর রহমান এ রায় ঘোষণা করেন।
ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামি হল বরগুনা জেলার বেতাগী উপজেলার পূর্ব রানীপুর গ্রামের হাসেম গাজীর ছেলে বরগুনা সিদ্দিক। অন্য দণ্ডপ্রাপ্তরা হল হাসেম গাজী, তার আরেক ছেলে খোকন, হাসেম গাজীর স্ত্রী পারুল বেগম ও খোকনের বন্ধু লিটন।
রায় ঘোষণার সময় পারুল বেগম আদালতে উপস্থিত ছিলেন। অন্য আসামিরা পলাতক রয়েছেন।
মামলা সূত্রে জানা যায়, ২০০২ সালের ২০ জুলাই রাত ৩টার দিকে সিদ্দিক ও তার বাবা, মা, ভাই ও ভাইয়ের বন্ধু মিলে নির্যাতন করে সাজেদা বেগম বেবীকে হত্যা করে।
এ ঘটনায় নিহতের বাবা পটুয়াখালী জেলার মির্জাগঞ্জ উপজেলার উত্তর উরবুনিয়া গ্রামের আবদুল আজিজ বেতাগী থানায় ২০০২ সালে ১৩ আগস্ট বাদী হয়ে একটি হত্যা মামলা দায়ের করেন।
আসামিপক্ষে মামলা পরিচালনা করেন কমল কান্তি দাস। রাষ্ট্রপক্ষে ছিলেন বিশেষ পিপি মোস্তাফিজুর রহমান।
দণ্ডপ্রাপ্ত পারুল বলেন, এই রায়ের বিরুদ্ধে হাইকোর্টে আপিল করব।