বঙ্গোপসাগরে মাছ ধরার ট্রলারে বজ্রপাত, আহত ৮

ডেস্ক নিউজ
ডেস্ক নিউজ,
প্রকাশিত: ০৫:১৪ পিএম, ২৯ সেপ্টেম্বর ২০১৯

আহত জেলে / ছবিঃ সংগ্রহীতবঙ্গোপসাগরে মাছধরা ট্রলারে বজ্রপাতে ৮ জেলে আহত হয়েছেন।

রোববার (২৯ সেপ্টেম্বর) দুপুরে গুরুতর আহত ৪ জেলেকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

এর আগে গভীর সাগরের মৌডুবি এলাকায় শনিবার দিবাগত রাত ৮টার দিকে মাছ ধরার সময় বজ্রপাতের এ ঘটনা ঘটে।

আহতরা জেলেরা হলো, বাদল খান (৩০), বোট মালিক আলামিন তালুকদার (৩৫), মিঠু হাওলাদার (২৫) ও মোঃ রিয়াজ (২৫)। তাদের বাড়ী উপজেলার জিলবুনিয়া গ্রামে। আহত অন্য জেলেরা প্রাথমিক চিকিৎসা নিয়ে চলে গেছেন।

ফিশিং ট্রলার এফবি আরিফুলের মালিক শরণখোলা উপজেলার জিলবুনিয়া গ্রামের মোঃ আলামিন ঘরামী জানান, শনিবার রাত ৮টার দিকে তার জেলেরা সাগর থেকে জাল টেনে ট্রলারে উঠানোর সময় ঝড়বৃষ্টির সময় হঠাৎ করে তার ট্রলারের উপর বজ্রপাত হয়। এসময় ৮ জেলে আহত হয়। এদের মধ্যে ৪ জন গুরুতর আহত হয়।

আহত জেলের দেহে আগুনে পুড়ে ঝলসে গেছে, অনেকে কানে শুনছে না। বজ্রপাতে ফিশিং ট্রলারের ব্যাটারী বিস্ফোরিত হয়ে ট্রলার ক্ষতিগ্রস্থ হয়েছে। আহত জেলেদের রোববার দুপুরে শরণখোলা উপজেলা হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে আসা হয়। গুরুতর আহত ৪ জনকে খুলনা মেডিকেল কলেজ হাসাপাতালে পাঠানো হয়।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডাঃ খায়রুল বাসার বলেন, আহত জেলেদের শরীর আগুনে ঝলসানো এবং কানের শ্রবণ শক্তি না থাকায় তাদের প্রাথমিক চিকিৎসা শেষে খুলনা মেডিকেল কলেজ হাসাপাতালে পাঠানো হয়।

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)