পাথরঘাটায় সরকারী আইন সহায়তা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত

এ এস এম জসিম
এ এস এম জসিম, বার্তা সম্পাদক
প্রকাশিত: ০৫:৪১ পিএম, ২৮ সেপ্টেম্বর ২০১৯

সরকারী আইন সহায়তা বিষয়ক মতবিনিময় সভাবরগুনার পাথরঘাটায় আইনগত কার্যক্রমের চৌকি আদালত উপজেলা ও ইউনিয়ন লিগাল এইড কমিটির ভুমিকা শীর্ষক মতবিরিময় সভা জেলা প্রশাসক মোস্তাইন বিল্লাহ এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।

শনিবার (২৮ সেপ্টেম্বর) সকাল ১০ টায় পাথরঘাটা উপজেলা পরিষদের মিলনায়তনে এ সভা হয়।

আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বরগুনা জেলা ও দায়রা জজ মো. আসাদুজ্জামান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নারী ও শিশু নির্যাতন দমন ট্রইবুনালের বিচারক মো. হাফিজুর রহমান, বরগুনা পুলিশ সুপার মো. মারুফ হোসেন।

সভায় প্রধান অতিথি পাথরঘাটা উপজেলার চৌকি আদালত উপজেলা ও ইউনিয়ন লিগাল এইড কমিটি সমুহের কার্যক্রম শুরু করার আহবান জানিয়ে দরিদ্র ও অসহায় মানুষের বিচার প্রপ্তি নিশ্চিৎ করার আহবান জানান। এতে করে তৃনমুল পর্যায়ে আইনের শাসন প্রতিষ্ঠিত হবে।

আরোচনা সভায় আরো উপস্থিত ছিলেন, বরগুনা জেলা জজশীপের চিপজুডিশিয়াল ম্যাস্ট্রিট জাহিদ হাসানসহ সকল বিচারক ইউনিয়নের পনিষদের চেয়ারম্যান, সচিব ও সংরক্ষিত মহিলা আসনের সদস্য, জনপ্রতিনিধি, সাংবাদিক ও সরকারী কর্মকর্তা বৃন্দ।

সভায় আরো বক্তব্য রাখেন, বরগুনার পাবলিক প্রসিকিউটর ভুবন চন্দ্র, সরকারী উকিল মো. মজিবর রহমান, পাথরঘাটা উপজেলা পরিষদের চেয়ারম্যান মোস্তফা গোলাম কবির, পাথরঘাটা পৌর মেয়র আনোয়ার হোসেন আকন, সংকল্প ট্রাস্টের নির্বাহী পরিচালক ও পাথরঘাটা প্রেসক্লাবের সভাপতি মির্জা শহিদুল ইসলাম খালেদ, পাথরঘাটা উপজেলা বারের সভাপতি মশিউর রহমান প্রমুখ।

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)