আমতলীতে মাদ্রাসার ভারপ্রাপ্ত সুপারকে পেটানো অপরাধে শিক্ষকের কারাদণ্ড
সহকর্মীকে পেটানোয় বরগুনার আমতলীর গুলিশাখালী দাখিল মাদ্রাসার বরখাস্তকৃত সহকারী সুপার মাওলানা আবদুল মান্নানকে (৫০) ২০ দিনের কারাদণ্ড দিয়েছেন উপজেলা নির্বাহী অফিসার ও ভ্রাম্যমান আদালতের বিচারক মনিরা পারভীন।
বৃহস্পতিবার (২৭ সেপ্টেম্বর) সন্ধ্যায় আমতলী উপজেলা পরিষদ চত্বরে এ ঘটনা ঘটে।
জানা গেছে, উপজেলার গুলিশাখালী দাখিল মাদ্রাসার ম্যানেজিং কমিটি গঠনসহ নানাবিধ সমস্যা নিয়ে শিক্ষকদের মধ্যে দ্বন্দ্বের সৃষ্টি হয়। এ নিয়ে ওই মাদ্রাসার সহকারী সুপার মাওলানা আবদুল মান্নান সাময়িক বরখাস্ত হন।
এ ঘটনাকে কেন্দ্র বৃহস্পতিবার সন্ধ্যায় আমতলী উপজেলা পরিষদ চত্বরে মাদ্রাসার ভারপ্রাপ্ত সুপার মাওলানা মো. হারুন অর রশিদের সঙ্গে আবদুল মান্নানের বাকবিতণ্ডা হয়। এক পর্যায়ে আবদুল মান্নান ক্ষিপ্ত হয়ে ভারপ্রাপ্ত সুপারকে কিলঘুষি মারেন।
সংবাদ পেয়ে উপজেলা নির্বাহী অফিসার মনিরা পারভীন উভয়কে শান্ত থাকার নির্দেশ দেন। ইউএনওর নির্দেশ অমান্য করে আবদুল মান্নান ভারপ্রাপ্ত সুপার হারুন অর রশিদকে মারধর করতে থাকেন।
নির্দেশ অমান্য করে মারপিট করায় আবদুল মান্নানকে ২০ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন উপজেলা নির্বাহী অফিসার ও ভ্রাম্যমান আদালতের বিচারক মনিরা পারভীন।
উপজেলা নির্বাহী অফিসার মনিরা পারভীন বলেন, গুলিশাখালী দাখিল মাদ্রাসার বরখাস্তকৃত সহকারী সুপার আবদুল মান্নান আদেশ অমান্য করার কারণে ২০ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে।
আমতলী থানার ওসি মো. আবুল বাশার বলেন, দণ্ডপ্রাপ্ত আবদুল মান্নানকে শুক্রবার সকালে বরগুনা জেল হাজতে প্রেরন করা হয়েছে।