মঠবাড়িয়ায় জমি নিয়ে বিরোধে ভাই বোনকে কুপিয়ে জখম

এ এস এম জসিম
এ এস এম জসিম, বার্তা সম্পাদক
প্রকাশিত: ০৭:২০ পিএম, ২৫ সেপ্টেম্বর ২০১৯

জমি নিয়ে বিরোধে ভাই বোনকে কুপিয়ে জখম / এই ছবিটি প্রতিকীমঠবাড়িয়া প্রতিনিধিঃ
পিরোজপুরের মঠবাড়িয়ায় জমিজমা সংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিপক্ষের ধারালো অস্ত্রে কোপে ভাই জিয়াউল হক বাপি (৩৫) ও বোন রানী বেগম (২৫) গুরুতর জখম হয়েছে।

উপজেলার মিরুখালী গ্রামে বুধবার সকালে সংঘঠিত এ ঘটনায় আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

আহতরা হলেন, মিরুখালী ইউনিয়ন আ’লীগ সাবেক সভাপতি মৃত: আ: হকের ছেলে ও মেয়ে।

আহত রানী বেগম জানান, জিয়াউল বাপির সাথে তার চাচাত ভাই আবুল হোসেন ও মঞ্জুরুলের সাথে ৪৬ শতাংশ রিবোধীয় জমি নিয়ে শালিস চলে আসছিল। বুধবার সকালে বিরোধীয় জমিতে আবুল ও মঞ্জুরুল রেড়া দিতে গেলে বাপি বাধাঁ দেয়। এসময়ে আবুল হোসেন (৪৫), তার স্ত্রী খাদিজা বেগম (৪০), মঞ্জুরুল (৪০), তার স্ত্রী মিনু (৩৫), আবুলের মেয়ে ফাতিমা (২০) এবং আবুল মঞ্জুলের মা রিজিয়া রেগম (৫৫) ধারালো অস্ত্র ও লাটিসোটা নিয়ে বাপিকে কোপাতে থাকে। এসময়ে ছোট বোন রানী বেগম বাধাঁ দিলে তাকেও পিটিয়ে আহত করা হয়।

মঠবাড়িয়া থানার ওসি সৈয়দ আব্দুল্লাহ জানান. এ হামলার ঘটনা শুনেছি। লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)