উত্ত্যক্তের প্রতিবাদ করায় মা-মেয়েকে কোপাল সন্ত্রাসীরা

ডেস্ক নিউজ
ডেস্ক নিউজ,
প্রকাশিত: ১০:২০ এএম, ২৪ সেপ্টেম্বর ২০১৯

উত্ত্যক্তের প্রতিবাদ করায় মা-মেয়েকে কোপাল সন্ত্রাসীরাবরিশালে শিক্ষার্থীকে উত্ত্যক্তের প্রতিবাদ করে হামলার শিকার হয়েছেন মা মেয়ে। কিশোর সন্ত্রাসীদের ধারালো অস্ত্রের এলোপাতাড়ি আঘাতে উভয়ে রক্তাক্ত জখম হয়েছেন। তাদের উদ্ধার করে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালে ভর্তি করা হয়েছে।

কিশোর সন্ত্রাসী পারভেজ ও সিয়ামের নেতৃত্বে একদল সন্ত্রাসী সোমবার সন্ধ্যায় বরিশাল সদর উপজেলার পশ্চিম কর্ণকাঠি গ্রামের হাওলাদার বাড়িতে এই হামলা চালিয়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, রাশেদ হাওলাদারের স্কুল পড়–য়া মেয়েকে একই এলাকার মনির হাওলাদারের ছেলে পারভেজ ও বাবুল হাওলাদারের ছেলে সিয়াম দীর্ঘদিন ধরে উত্তক্ত করে আসছিল। একই ভাবে দু’দিন স্কুলে যাওয়ার পথে উত্তক্ত করার বিষয়ে প্রতিবাদ করা হলে বাড়ির অদুরে ভোলা সড়কে স্কুলছাত্রীর পিতা রাশেদের ওপর একদফা হামলা করে তারা। এই ঘটনায় পুলিশের কাছে যাওয়ার প্রস্তুতির খবর পেয়ে ফের পারভেজ ও সিয়াম ১০ থেকে ১৫জনকে নিয়ে বাসায় হামলা করে। একপর্যায়ে রাশেদকে মারধর করলে তার স্ত্রী গোলেনুর বেগম ও মেয়ে প্রতিরোধে এগিয়ে আসে। এসময় সন্ত্রাসীরা মা ও মেয়েকে এলোপাতাড়ি কুপিয়ে জখম করে। খবর পেয়ে আশেপাশের লোকজন ছুটে আসলে সন্ত্রাসী পালিয়ে যায়। পরবর্তীতে মা ও মেয়ে উদ্ধার করে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ঘটনাস্থল সংশ্লিষ্ট বরিশাল বন্দর (সাহেবেরহাট) থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফয়সাল আহম্মেদ জানান, খবর পেয়ে পুলিশের একটি টিম সরেজমিন পরিদর্শন করেছেন। এই ঘটনায় অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।’

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)