ঝালকাঠিতে গৃহবধূ হত্যা মামলায় ২ জনের মৃত্যুদণ্ড, ৩ জনের যাবজ্জীবন

ডেস্ক নিউজ
ডেস্ক নিউজ,
প্রকাশিত: ০৫:৫৯ পিএম, ২৩ সেপ্টেম্বর ২০১৯

ঝালকাঠিতে গৃহবধূ হত্যা মামলায় ২ জনের মৃত্যুদণ্ড, ৩ জনের যাবজ্জীবনঝালকাঠিতে গৃহবধূ হত্যা মামলায় দুইজনকে মৃত্যুদণ্ড এবং তিনজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত।

সোমবার (২৩ সেপ্টেম্বর) দুপুরে ঝালকাঠির অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক শেখ মো. তোফায়েল হাসান আসামিদের উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন।

মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হলো, ঝালকাঠি সদর উপজেলার রাজপাশা গ্রামের শেখ খাইরুল হাসান ওরফে হাসান মহুরি ও পিলটন সরদার।

যাবজ্জীবন দণ্ডপ্রাপ্তরা হলো, একই গ্রামের রিপন সরদার, শাহাদাত হোসেন ও আবদুস ছালাম।

মামলা সূত্রে জানা যায়, ২০০২ সালের ১৬ মে রাতে রাজপাশা গ্রামের বাচ্চু খানের বাড়িতে ডাকাতির উদ্দেশ্যে শেখ খাইরুল হাসানের নেতৃত্বে কয়েক ব্যক্তি ঘরের ভেতরে ঢোকার চেষ্টা করে। বিষয়টি টের পেয়ে বাচ্চু চিৎকার করলে প্রতিবেশী মকবুল হোসেনের স্ত্রী আনোয়ারা বেগম বাইরে বের হন।

এ সময় তিনি শেখ খাইরুল হাসানকে চিনে ফেলেন। ঘটনার সাক্ষীকে হত্যার উদ্দেশ্যে এর দুই দিন পর ১৮ মে হাসানের নেতৃত্বে ৭ থেকে ৮ জন ব্যক্তি আনোয়ারা বেগমকে তার ঘরে ঢুকে কুপিয়ে হত্যা করে। এ ঘটনায় পরের দিন ঝালকাঠি থানায় একটি মামলা করা হয়।

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)