বঙ্গবন্ধু ফুটবল টুর্নামেন্টের ফাইনালে পাথরঘাটা বিজয়ী (ভিডিও সহ)
বরগুনায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট অনুর্ধ ১৭-২০১৯ এর সকল ধাপ অতিক্রম করে ফাইনালে বেতাগী উপজেলা একাদশকে ৩-০ গোলে হারিয়ে পাথরঘাটা উপজেলা একাদশ বিজয়ী হয়।
রোববার (২২ সেপ্টেম্বর) বরগুনা স্টেডিয়াম মাঠে পাথরঘাটা উপজেলা একাদশ বনাম বেতাগী উপজেলা একাদশের ফাইনাল অনুষ্ঠিত হবে।
এর অগে গত শনিবার (১৪ সেপ্টেম্বর) পাথরঘাটা উপজেলার ৭টি ইউনিয়নের খেলা শেষে পাথরঘাটা পৌরসভা একাদশ বিজয়ী হয়। পরে বরগুনা জেলার সকল উপজেলার সাথে পাথরঘাটা খেলা শুরু হলে সকল দলকে পেছনে ফেলে পাথরঘাটা উপজেলা একাদশ বিজয়ী হয়। খেলা শেষে বিজয়ী দলের হাতে কাপ তুলে দেয়া হয়।
পাথরঘাটা উপজেলা একাদশের অধিনায়ক রাকিব খান বলেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান গেল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট খেলে পাথরঘাটায় চ্যাম্পিয়ান হয়ে বরগুনা পর্যন্ত এসেছি। এরকম একটা উদ্যোগ নেয়ার জন্য জননেত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানাই। আমরা কঠোর পরিশ্রম আর সাধনার পরে ফাইনাল পর্যন্ত যখন আসতে পেরেছি, কাপটাও ছিনিয়ে পাথরঘাটায় নিয়ে এসেছি। সামনে যদি আমাদের এমপি রিমন সাহেব আমাদের খেলার দিকে একটু নজর দেন তবে আমরা আরো শক্তিশালী একটা ফুটবল মাঠে নিয়ে নামতে পারব।
পাথরঘাটা উপজেলা একাদশ এর কোচ মজিবুর রহমান কালু বলেন, উপজেলা পর্যায়ে সকল ইউনিয়নের সাথে অংশ গ্রহন করে বিজয়ী হয় পাথরঘাটা একাদশ বরগুনা জেলা পর্যায়ে গিয়েও বিজয়ী হয়। আরো একটির বিষয় হলো এবছর পাথরঘাটা উপজেলা থেকে ৬জন ছেলে বিভাগীয় পর্যায়ে খেলার সুযোগ পেয়েছে।