ঝালকাঠিতে মন্দিরে ঢুকে শিবমূর্তি ভাঙচুর

ডেস্ক নিউজ
ডেস্ক নিউজ,
প্রকাশিত: ০৪:২৮ পিএম, ২২ সেপ্টেম্বর ২০১৯

ঝালকাঠিতে মন্দিরে ঢুকে শিবমূর্তি ভাঙচুরঝালকাঠিতে শত বছরের পুরনো একটি মন্দিরে ঢুকে মূর্তি ভাঙচুর করেছে দুর্বৃত্তরা। এসময় তারা একটি শিবমূর্তি ভাঙচুর করে। সদর উপজেলার চারুখান গ্রামে শনিবার রাতে এ ঘটনা ঘটে।

খবর পেয়ে রবিবার (২২ সেপ্টেম্বর) সকালে জেলা পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দ এবং পুলিশের উর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

পুলিশ জানায়, রাত ৩টার দিকে একদল দুর্বৃত্ত দেশীয় অস্ত্র নিয়ে মন্দিরের প্রবেশ করে। তারা মন্দিরের ছাদে নতুন স্থাপন করা একটি শিবমূর্তি ভেঙে ফেলে। এ সময় শব্দ শুনে স্থানীয়রা ছুটে আসলে দুর্বৃত্তরা পালিয়ে যায়।

চারুখান গ্রামটি হিন্দু অধ্যুষিত এলাকা। পরিকল্পিতভাবে এ ভাঙচুর করা হয়েছে বলে জানিয়েছেন জেলা পূজা উদযাপন কমিটির সাধারণ সম্পাদক তরুণ কর্মকার।

ঝালকাঠির অতিরিক্ত পুলিশ সুপার এমএম মাহমুদ হাসান জানান, যারা এ হামলা ভাঙচুরের সঙ্গে জড়িত। তাদের চিহ্নিত করে ব্যবস্থা গ্রহণ করা হবে। অহেতুক কাউকে হয়রানি করা হবে না বলেও জানান তিনি।

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)