পাথরঘাটায় সাবেক মেয়রের বাসভবন থেকে বিষাক্ত সাপ উদ্ধার, ২ জনের জেল (ভিডিও সহ)

কাজী রাকিব
কাজী রাকিব, নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৮:১৬ পিএম, ২১ সেপ্টেম্বর ২০১৯ | আপডেট: ০৮:৪০ পিএম, ২১ সেপ্টেম্বর ২০১৯

সাবেক মেয়র মল্লিক মোহাম্মদ আইয়ুববরগুনার পাথরঘাটা উপজেলার সাবেক চেয়ারম্যান ও তিনবারের সাবেক পৌর মেয়র মল্লিক মোহাম্মদ আইয়ুব এর বাসভবন থেকে একটি বিষাক্ত সাপ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় দু’জনকে আটক করে জেল হাজতে পাঠিয়েছে পুলিশ। পাথরঘাটা পৌর এলাকার ১ নম্বর ওয়ার্ডের সংতাই প্লাজার তৃতীয় তলা থেকে সাপটি উদ্ধার করা হয়েছে।

এর আগেও একই ফ্ল্যাট থেকে আরো দুটি সাপ উদ্ধার করা হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, ৩ মাস পূর্বে ঐ ফ্লাটে এক সপ্তাহের ব্যবধানে দুটি বিষধর সাপ দেখা যায়। পাথরঘাটা পৌর এলাকার দুলাল সাপুড়ের নামে একজন ওজা ঐ সাপ দুটি উদ্ধার করে নিয়ে যায়। এবং এর বিনিময়ে প্রচুর টাকা হাতিয়ে নেয়। পরবর্তীতে ওই সাপুড়ে আবারো ভবনের সাপের আতঙ্ক ছড়ানোর উদ্দেশ্যে ভয়ঙ্কর পরিকল্পনা করে এক রিক্সাওয়ালাকে অর্থের প্রলোভন দেখিয়ে সাপ ছেড়ে দিতে বলে। এতে রিক্সাওয়ালা রাজি না হওয়ায় এমন ভয়ঙ্কর পরিকল্পনা জানাজানি হয়ে যায়। এই বিষয়টি দুলালের ওয়ার্ড কাউন্সিলরকে জানালে জিজ্ঞাসাবাদের একপর্যায়ে ওই সাপুড়ে বাসার দুটি সাপ ছেড়ে দেওয়ার কথা স্বীকার করে। তখন তাকে স্থানীয় কাউন্সিলর সাবধান করে দেয়, যাতে এমন ঘটনা পুনরায় না ঘটে।

অভিযুক্ত দুলাল পাথরঘাটা পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের মৃত হযরত আলীর ছেলে।

এর ৩ মাস পর গত বৃহস্পতিবার দুপুরে একই ফ্লাট থেকে একটি বিষাক্ত সাপেরখোলস দেখতে পেয়ে আরেক জন সাপুড়ে দিয়ে তল্লাশি করে মল্লিক মোহাম্মদ আইয়ুবের শয়ন কক্ষের পাশে স্টোররুম থেকে সাপটিকে উদ্ধার করে। তখন সেখানে আরো দুটি খোলস পাওয়া যায়। উদ্ধারকারী সাপুড়ে লালচান জানান আলামত দেখে বুঝা যাচ্ছে অনুমান ৩ মাস সাপটি এখানে অবস্থান করছে।

তিনি আরো বলেন, এই বিষাক্ত সাপ প্রতি পুর্নিমায় খোলস পরিবর্তন করে। এরপর বিষয়টি পাথরঘাটা থানা পুলিশকে জানালে পুলিশ অভিযোগের ভিত্তিতে সাপুড়ে দুলালের বাড়ি তল্লাশি করে ৯ টি বিষধর সাপ, একটি বানর, চাপাতি, ৫০০ গ্রাম গাঁজা জব্দ করে। এবং বাসা থেকে দুলালের স্ত্রী শিল্পী ও ছেলে শান্তকে আটক করে পাথরঘাটা থানা পুলিশ।

এ বিষয়ে মল্লিক মোহাম্মদ আইয়ুব বলেন, আল্লাহর রহমতে কারণে আমি আজ বেশি বেঁচে আছি। তিন মাস আমার শয়ন কক্ষের পাশেই এই বিষাক্ত সাপটি বসবাস করেছে। কিন্তু তা আমরা কেউই জানতাম না। বাসায় আমি সহ তিনজন থাকতাম। সাপটি চাইলে যেকোন মূহুর্তে আমাদের দংশন করতে পারত‌। তিনি আরো বলেন, বাসায় একটি পোষা ময়না পাখি আছে। বিষাক্ত সাপ টি ক্ষুধা নিবারণের জন্য রাত বাসায় ঘোরাফেরা করে বিভিন্ন পোকামাকড় তেলাপোকা খেতো। এ কারণে ওই ময়না পাখিটি সাপকে দেখে মাঝেমাঝে খাঁচার ভিতর ডানা ঝাপটাতো। কিন্তু তখন পাখিটির ডানা ঝাপটানো কারণ আমরা তখন বুঝতে পারিনি।

সাপটি সন্ধান কিভাবে পেলেন জানতে চাইলে তিনি বলেন শয়ন কক্ষের পাশে স্টোররুমের চালের ড্রামের পাশে একটি সাপের খোলস দেখতে পেয়ে বিষয়টি নিয়ে তল্লাশি করলে পাশে আরো দুটি সাপের খোলস দেখতে পেয়ে সাপুড়েকে খবর দিলে বাঁশতলা থেকে লালচান সাপুরে এসে সাপটিকে উদ্ধার করে। মল্লিক মোহাম্মদ আইয়ুব আরো বলেন, উদ্ধার হওয়া সাপটি সাপুড়ে দুলালের পরিকল্পনার অংশ। আমার শত্রু পক্ষের কেউ আমাকে প্রাণনাশের জন্য সাপুড়ে দুলাল কে ব্যবহার করছে। যে কারণে দুলালের ছেড়ে দেয়া তিনটি বিষধর সাপ আমার ঘর থেকে ধরা পড়েছে। এমন ঘটনা রহস্যজনক উদঘাটন না হলে জীবন হুমকির সম্মুখীন। আমি আমার পরিবার নিয়ে শঙ্কিত ও আতঙ্কিত। দুলালকে গ্রেপ্তারপূর্বক জিজ্ঞাসা করে ষড়যন্ত্রকারীদের নাম প্রকাশের দাবি করেন মল্লিক মোহাম্মদ আইয়ুব।

এ বিষয়ে দুলালের ওয়ার্ডের কাউন্সিলর ও ভারপ্রাপ্ত পৌর মেয়র মোসাফফের হোসেন বাবুল জানান, আমি তিন মাস পূর্বে দুলালকে এই বিষয়ে সতর্ক করে দিয়েছি। যাতে সে পুনরায় এরকম ঘটনা না ঘটায়। ওই দুলালের বিরুদ্ধে এর পূর্বেও সাপের আতঙ্ক দেখিয়ে বিভিন্ন স্থান থেকে টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে তার বিচার হয়েছে। অভিযুক্ত দুলাল একজন চিহ্নিত মাদক কারবারি বলেও জানান তিনি।

পাথরঘাটা থানার অফিসার ইনচার্জ ওসি শাহাবুদ্দিন জানান দুলালের বিরুদ্ধে একাধিক মাদকের মামলা রয়েছে। দুলালের স্ত্রী ও ছেলেদের বিরুদ্ধেও মামলা রয়েছে। মল্লিক মোঃ আইয়ুব এর বাসভবন থেকে সাপ উদ্ধার করার পর ওই সাপুড়ে দুলালের বাসা তল্লাশি করে ৯ টি বিষধর সাপ একটি বানর ইয়াবা গাঁজা ও একটি চাপাতি উদ্ধার করা হয় । সেখান থেকে দুলালের স্ত্রী ও ছেলেকে আটক করে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। দুলালকে গ্রেফতারের জন্য অভিযান অব্যাহত আছে। উদ্ধার হওয়া বন্যপ্রাণী গুলো পাথরঘাটা হরিণঘাটা বনাঞ্চলে অবমুক্ত করা হয়েছে এ বিষয়ে বন ও পরিবেশ রক্ষার আইনে মামলা প্রক্রিয়াধীন।

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)