মঠবাড়িয়ায় প্রবাসী’র জমি দখলের অভিযোগ

এ এস এম জসিম
এ এস এম জসিম, বার্তা সম্পাদক
প্রকাশিত: ০৮:১৪ পিএম, ২১ সেপ্টেম্বর ২০১৯

এই ছবিটি প্রতিকীপিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার দেবত্র গ্রামের ফকর উদ্দিন খানের পুত্র মোঃ লায়ুব আলী খান’র (প্রবাসী) জমি দখলের অভিযোগ পাওয়া গেছে।

একই এলাকার প্রভাবশালীরা গত ২০ সেপ্টেম্বর জোর পূর্বক জমি দখল করলেন মোঃ ইউনুস খান, পিতাঃ মৃত আজাদুর রহমান খান (বাচ্চু), মোঃ ফুল মিয়া, পিতাঃ মৃত মকবুল,দলবল নিয়ে পুলিশের সহায়তায় জমি দখল করেন।

জানা যায় প্রবাসীর জমি নিয়ে দীর্ঘদিনের প্রভাবশালীদের সাথে বিরোধ থাকায় স্থানীয় ইউপি চেয়ারম্যান, পুলিশ সুপার বরাবরে সুবিচারের জন্য লিখিত অভিযোগ করা স্বত্ত্বেও সুবিচার না পেয়ে অনুপায় হয়ে মোকাম পিরোজপুর ২য় যুগ্ম জজ আদালতে একটি দেওয়ানী মোকদ্দমা দায়ের করেন। যাহার নম্বর ২৬/২০১৮। মামলাটি বিজ্ঞ আদালতে চলমান রয়েছে। প্রবাসী লায়ুব আলী খান বলেন ০৮ সেপ্টেম্বর ৪৯৬১/২০০৪নং ও ৪৯৬২/২০০৪নং সাব কবলা দলিল মূলে একই জেলা ও উপজেলাধীন ২৯নং দেবত্র মৌজার এস এ ৩৬৩নং খতিয়ানের ১৭৫৪নং দাগের ২০ শতাংশ এবং একই মৌজার এসএ ২০৪নং খতিয়ানের ১৭৪৫নং দাগের ১ একর ১৪ শতাংশ মোট ১ একর ৩৪ শতাংশ জমি সাব কবলা দলিল মূলে আমি এবং আমার স্ত্রী গ্রহিতা হয়ে ক্রয় করি। ওই জমি ক্রয় করার পর থেকেই আমি ভোগ দখলে বিদ্যমান। ওই জমিতে আজাদুর রহমান খান (বাচ্চু), একই গ্রামের ৩নং ওয়ার্ডের ইউপি সদস্য আবু আহমেদ আব্দুল্লাহ ও তাদের লাঠিয়াল বাহিনী নিয়ে গত ২০ সেপ্টেম্বর সকাল ১০টার দিকে পুলিশি সহায়তায় উক্ত জমিতে জোর পূর্বক আমন ধানের বীজ বপন করে অবৈধভাবে দখল করেন।

এ বিষয়ে মুক্তিযোদ্ধা মোঃ আজাদুর রহমান খান বলেন, আমার ভাইর নামে ২০১২ সালে ৫৭৫০/২০১২নং দলিল মূলে উল্লেখিত জমি ক্রয় করি । তবে উভয়েই আমরা হিন্দু সম্পত্তি ক্রয় করি। এ নিয়ে বিরোধ চলমান রয়েছে।

তবে স্থানীয় ৪নং দাউদখালী ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মোঃ বজলুর রহমান সরদার নিজে আইন শৃঙ্খলা রক্ষার্থে উভয়ের মতামতের ভিত্তেতে উক্ত জমি গত ২০ সেপ্টেম্বর চাষাবাদ করান বলে স্বীকার করেন।

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)