পাথরঘাটায় ধর্ষণ মামলা তুলে নিতে বাদিকে হুমকি (ভিডিও সহ)
বরগুনার পাথরঘাটায় ধর্ষণ মামলা তুলে নিতে বাদি হাওয়া বেগম ও ভিক্টিম মেয়েকে বিভিন্ন ভাবে হুমকি দিয়ে হয়রানীর অভিযোগ করা হয়েছে।
শনিবার (২১ সেপ্টেম্বর) সকাল ১১টার সময় পাথরঘাটা প্রেসক্লাবে মামলার বাদী উপস্থিত এ অভিযোগ করেন।
হাওয়া বেগম চরদুয়ানী ইউনিয়নের তাফালবাড়ীয়া গ্রামের মো. হানিফ হাওলাদারের স্ত্রী।
হাওয়া বেগম লিখিত অভিযোগে বলেন, গত বছর আমার মেয়েকে (১৬) বাড়ি থেকে রাতের আধারে তুলে নিয়ে অন্য এক বাড়িতে রেখে পালাক্রমে ধর্ষণ করে মজিবর রহমান ছিকু, মো. সিদ্দিক ও আ. রাজ্জাক। পরবর্তীতে আমি বাদি হয়ে বরগুনা নারী শিশু নির্যাতন দমন আইনে মামলা করি। ওই মামলায় ছিকু দেড় বছর পলাতক ছিল। মামলায় ছিকুসহ আসামীদের বিরুদ্ধে পুলিশ চার্জশীট দেয়। সেই চার্জশীটের আগেই ছিকু ব্যতিত অন্য দুজন আসামী উচ্চাদালত থেকে আগাম জামিনে এসে আমাদেরকে বিভিন্নভাবে হুমকি ধামকি দিয়ে আসছে। তাছারা ওই মামলার আসামী মজিবুর রহমান ছিকু জেল হাজতে থাকায় তার স্ত্রী বকুল মেয়ে রনি আক্তার, মুন্নি আক্তার, সুমি আক্তার আমার মেয়েকে নিয়ে ধর্ষণ করিয়ে খুন করবে বলে হুমকি দিয়ে আসছে এবং ঘরবাড়িতে আগুন দিবে। বর্তমানে আমরা রাস্তাঘাটে চলাফেরা করতে পারিনা।
তিনি আরো বলেন, ছিকুসহ তার মেয়েরা মাদক ব্যবসায়ী ও দেহ ব্যবসায়ী। আমাদের বাড়িতে মাদক রেখে আমাদেরকে ফাসাইয়া দিবে বলেও হুমকি দিয়ে আসছে। আমরা নিরাপত্তা চেয়ে গত ২৪ সেপ্টেম্বর পাথরঘাটা থানায় একটি সাধারন ডায়রি করেছি যাহার নম্বর ১০১১।
এবিষয়ে ছিকুর স্ত্রী বকুল বেগম মুঠোফোনে বলেন, মোরা আছি মোগো যন্ত্রনায় আবার হুমকি দিলাম কোন সময়। এটা সম্পূর্ন মিথ্যা।