মঠবাড়িয়ায় কমিউনিটি পুলিশিং সভা
মঠবাড়িয়া প্রতিনিধিঃ
‘পুলিশই জনতা-জনতাই পুলিশ’ এই শ্লোগানকে সামনে রেখে পিরোজপুরের মঠবাড়িয়ার বুখাইতলা বান্ধবপাড়া বাজারে কমিউনিটি পুলিশিং সভা অনুষ্ঠিত হয়েছে। সন্ত্রাস, জঙ্গিবাদ, মাদক, বাল্যবিবাহ, ইভটিজিং, কিশোর গ্যাং প্রতিরোধ ও সদ্য সমাপ্ত উপজেলা নির্বাচন পরবর্তী সহিংসতা রোধে মঠবাড়িয়ার থানা পুলিশ এ সভার আয়োজন করে।
সোমবার (১৬ সেপ্টেম্বর) সন্ধ্যায় উপজেলার সাপলেজা ইউনিয়নের বুখাইতলা বান্ধবপাড়া বাজারে এ সভা অনুষ্ঠিত হয়।
স্থানীয় চুন্নু জমাদ্দারের সভাপতিত্বে বক্তব্য রাখেন, মঠবাড়িয়া থানার অফিসার ইনচার্জ সৈয়দ আব্দুল্লাহ, উপজেলা আ’লীগ সাধারণ সম্পাদক আজিজুল হক সেলিম মাতুব্বর, ইনন্সপেক্টর (তদন্ত) আব্দুল হক, ইউপি চেয়ারম্যান রিয়াজুল আলম ঝরো, সাবেক চেয়ারম্যান জাহাঙ্গীর হেসেন সেলিম জমাদ্দার, আ’লীগ নেতা হারুন অর রশিদ খান, সাংবাদিক শাহাদাৎ হোসেন বাবু, ইউপি সদস্য মোস্তফা কামাল,স্থানীয় আমীর খান, বাদল কৃঞ্চ হালদার, উপ-পুলিশ পরিদর্শক আসাদ প্রমূখ।
সভায় বক্তারা সন্ত্রাস, জঙ্গিবাদ, মাদক, বাল্যবিবাহ, ইভটিজিং, কিশোর গ্যাং প্রতিরোধে সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহব্বান জানান। এ সময় অফিসার ইনচার্জ সৈয়দ আব্দুল্লাহ সন্ত্রাসীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে ও সকল ধরণের অপরাধ দমনে সকলের সহোযোগিতা কামনা করে মাদকের কুফল সম্পর্কে আলোচনা করেন।