ইন্দুরকানীতে নিয়ন্ত্রণ হারিয়ে ঘরের ওপর যাত্রীবাহী বাস, আহত ৯

ডেস্ক নিউজ
ডেস্ক নিউজ,
প্রকাশিত: ০৪:৫৬ পিএম, ১৬ সেপ্টেম্বর ২০১৯

ইন্দুরকানীতে নিয়ন্ত্রণ হারিয়ে ঘরের ওপর যাত্রীবাহী বাস, আহত ৯পিরোজপুরের ইন্দুরকানীতে নিয়ন্ত্রণ হারিয়ে ঘরের ওপর উঠে যায় একটি যাত্রীবাহী বাস। এ ঘটনায় একজন গুরুতরসহ ৯ জন আহত হয়েছেন।

সোমবার (১৬ সেপ্টেম্বর) দুপুরে ইন্দুরকানী-সন্যাসী সড়কের চন্ডিপুর চৌমুহনী এলাকায় এ ঘটনা ঘটে।

আহতদের উদ্ধার করে ইন্দুরকানী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং পিরোজপুর জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।

জানা যায়, সোমবার দুপুরের গোলাপ (০২-০০২২) নামে পিরোজপুরগামী একটি যাত্রীবাহী বাস চন্ডিপুর চৌমুহনী এলাকায় পৌঁছলে চলন্ত অবস্থায় হঠাৎ গাড়ির চাকা ফেটে যায়। এ সময় গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে একটি বসত ঘরের ওপর উঠে যায়। এ দুর্ঘটনায় গাড়িতে থাকে ৯ জন হয়েছেন বলে প্রত্যক্ষদর্শীরা জানান।

বিষয়টি নিশ্চিত করেছেন চন্ডিপুরের বালিপারা ইউনিয়েন ৭ নম্বর ওয়ার্ডের সদস্য মিজানুর রহমান।

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)