পাথরঘাটায় বঙ্গবন্ধু ফুটবল টুর্নামেন্টর ফাইনাল অনুষ্ঠিত (ভিডিও সহ)
বরগুনার পাথরঘাটায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ফুটবল টুর্নামেন্ট এর ফাইনাল অনুষ্ঠিত হয়েছে। এতে পাথরঘাটা পৌরসভা একাদশ ও চরদুয়ানী ইউনিয়ন একদশ পরস্পরের মোকাবেলা করেন।
শনিবার (১৪ সেপ্টেম্বর) বিকেলে পাথরঘাটা স্টেডিয়াম মাঠে এ খেলা অনুষ্ঠিত হয়। এ খেলায় চলতি ৯০ মিনিটে কেউ একটিও গোল না করতে পারায় ট্রাইবেকারে পৌরসভা ৪ গোল করে বিজয়ী হয়ে ও চরদুয়ানী একাদশ ৩ গোল করেন।
এর আগে উপজেলার ৭টি ইউনিয়ন ও ১টি পৌরসভা নিয়ে এ খেলা শুরু হলে সব দলকে পিছরে ফেলে পৌরসভা একাদশ ও চরদুয়ানী একাদশ ফাইনালে ওঠে।
পাথরঘাটা উপজেলা নির্বাহী কর্মকর্তার সভাপতিত্বে উপস্থিত ছিলেন, পাথরঘাটা উপজেলা মুক্তিযোদ্ধা ডেপুটি কমান্ডার এমএ খালেক, পাথরঘাটা উপজেলা পরিষদের চেয়ারম্যান মোস্তফা গোলাম কবির, মহিলা ভাইস চেয়ারম্যান ফাতিমা পারভীন, উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক অ্যাড. জাবির হোসেন, পাথরঘাটা প্রেসক্লাবের সভাপতি মির্জা শহিদুল ইসলাম খালেদ, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহাবুদ্দিন প্রমুখ।
খেলা শেষে বিজয়ী দলের হাতে কাপ তুলে দেয়া হয়।