মঠবাড়িয়ায় স্কুল ছাত্রীকে বেত্রাঘাত ও মানষিক নির্যাতনের অভিযোগ

এ এস এম জসিম
এ এস এম জসিম, বার্তা সম্পাদক
প্রকাশিত: ০৮:০৬ পিএম, ৮ সেপ্টেম্বর ২০১৯

আহত স্কুল ছাত্রী মালিহা মাহাবুবমঠবাড়িয়া প্রতিনিধিঃ
পিরোজপুরের মঠবাড়িয়ায় ৫ম শ্রেণীর এক স্কুল ছাত্রীকে শিক্ষকের বেত্রাঘাত ও মানষিক নির্যাতনের অভিযোগ পাওয়া গেছে। ঘটনাটি পৌর শহরের ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান ৫৬নং মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষক শহিদুল ইসলামের বিরুদ্ধে।

শনিবার (৭ সেপ্টেম্বর) এ ঘটনায় ওই স্কুল ছাত্রী মালিহা মাহাবুব এর বাবা প্রভাষক মাহাবুবুর রহমান বিচার চেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবরে লিখিত অভিযোগ দেন।

মালিহা মাহাবুব ৫৬নং মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয়ে ৫ম শ্রেনীর ছাত্রী।

অভিযোগ সুত্রে জানাগেছে, শিক্ষক শহিদুল ইসলামের কাছে গত শুক্রবার সকালে প্রতিদিনের ন্যায় নিউমার্কেটের বাসায় প্রাইভেট পড়ার সময় ৫টি আংক করতে দেয়। এসময় ওই ছাত্রী মালিহা ৪টি অংক নিভূল করে এবং একটি অংক না পারায় ওই স্কুল ছাত্রীকে এলোপাথারী বেত্রাঘাত করে আহত করে। এসময় মালিহাকে বেত্রাঘাতের কথা বাসায় না বলার জন্য শাসিয়ে দেয়। অভিযোগে আরও উল্লেখ করেন শিক্ষক শহিদুল ইসলাম বিভিন্ন সময় মানষিক নির্যাতনও করেন।

আহত শিক্ষার্থীর বাবা মাহাবুবুর রহমান জানিয়েছেন, বেত্রাঘাতে তার অসুস্থ্য মেয়েকে প্রাথমিক চিকিৎসা দিয়ে বাসায় নিয়ে গেছেন। সে ওই শিক্ষক শহিদুল ইসলামের দৃষ্টান্তমূলক বিচার দাবি করেন।

এ ব্যাপারে অভিযুক্ত শিক্ষক শহিদুল ইসলামকে একাধিকবার মুঠো ফোনে (০১৭৭০২২৫৮৬০) যোগাযোগের চেষ্টা করলেও তিনি ফোন ধরেন নি।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাইনুল ইসলাম এই অভিযোগর কথা স্বীকার করে বলেন, বিষয়টি উপজেলা শিক্ষা কর্মকর্তাকে অবহিত করা হয়েছে।

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা জিএম সরফরাজ বলেন, শিক্ষকের বেত্রাঘাতের কথা মৌখিক ভাবে শুনেছি । জরুরী মিটিংয়ে পিরোজপুর জেলা সদরে থাকায় সোমবার এ বিষয়ে সিন্ধান্ত নেয়া হবে।

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)