পাথরঘাটায় স্কুল পর্যায়ে ফুটবল প্রতিযোগিতায় হাতাহাতি, গোলরক্ষক পরবর্তী খেলায় নিষিদ্ধ

কাজী রাকিব
কাজী রাকিব, নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৮:২৭ পিএম, ৭ সেপ্টেম্বর ২০১৯ | আপডেট: ০৮:২৯ পিএম, ৭ সেপ্টেম্বর ২০১৯


স্কুল পর্যায় গ্রীষ্মকালীন ফুটবল প্রতিযোগিতা ২০১৯ এর সেমিফাইনাল খেলাকে কেন্দ্র করে খেলার মাঠে দু’পক্ষের হাতাহাতি হওয়ার ঘটনা ঘটেছে। খেলার নিয়ম ভঙ্গের কারণে একজনকে ফাইনাল খেলায় নিষিদ্ধ ঘোষণা করেছে উপজেলা নিবার্হী কর্মকর্তা।

আজ শনিবার বিকেলে পাথরঘাটা কেএম সরকারি হাইস্কুল মাঠে অনুষ্ঠিত খেলায় কালমেঘা মুসলিম সরকারি মাধ্যমিক বিদ্যালয় এবং চরদুয়ানী মাধ্যমিক বিদ্যালয়ের খেলোয়ারদের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে। এসময়ে খেলার মাঠে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও অতিরিক্ত পুলিশ মোতায়েন থাকার কারণে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।

আজ এ খেলার সেমিফাইনাল খেলা ছিল। এতে ২/৩ গোলে চরদুয়ানি মাধ্যমিক বিদ্যালয় সেমিফাইনালে উঠেছে।

পরে পাথরঘাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ হুমায়ুন কবির পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে উভয় পক্ষের কথা শুনে নিয়ম ভঙ্গের কারণে চরদুয়ানি মাধ্যমিক বিদ্যালয়ের গোলরক্ষক কে ফাইনালে অংশগ্রহণ করতে নিষেধ করেছেন। এবং পরবর্তী ফাইনাল খেলায় কোন ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটলে কঠোর ব্যবস্থা নেবেন বলে জানান উপজেলা নির্বাহী কর্মকর্তা।

পরবর্তীতে উভয় দলের খেলোয়ারদের কে বন্ধুসুলভ আচরণ করার জন্য একে অপরের সাথে মিলে মিশে ব্যবস্থা করে দেন তিনি।

আগামী ৯ সেপ্টেম্বর গ্রীষ্মকালীন ফুটবল প্রতিযোগিতার ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে। এতে পাথরঘাটা কেএম সরকারি মাধ্যমিক বিদ্যালয় ও চরদুয়ানি মাধ্যমিক বিদ্যালয় অংশগ্রহণ করবেন।

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)