কলাপাড়ায় বাসচাপায় অটোরিকশাচালক নিহত
ঢাকা-কলাপাড়া মাহাসড়কের বান্দ্রা মোড় নামক স্থানে সাকুরা পরিবহনের একটি বাসের চাপায় মো. শহিদ শিকদার (৪২) নামের এক অটোরিকশাচালক নিহত হয়েছে। ঘাতক বাসটিকে কলাপাড়া বাসস্ট্যান্ড থেকে আমতলী থানা পুলিশ আটক করেছে। তবে বাস চালকসহ অন্যান্য পলাতক রয়েছে।
শনিবার (৭ সেপ্টেম্বর) সকাল ৮টার দিকে মাহাসড়কের বান্দ্রা মোড় নামক স্থানে ঘটনাটি ঘটেছে।
নিহতের বাড়ি আমতলী পৌরসভার খাদ্যগুদাম এলাকায়।
স্থানীয় সুত্রে জানা গেছে, সাকুরা পরিবহনের (ঢাকা-মেট্রো-ব-১১-৪৫৯৯) বাসটি ঢাকা থেকে কলাপাড়ায় আসার পথে আমতলী ও কলাপাড়া সীমান্তবর্তী বান্দ্রা মোড় বেপরোয়াগতিতে ঘুরতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে থাকা চালকসহ অটোরিকশাটিকে চাপা দেয়। এতে অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে যায়। এ সময় অটোচালককে স্থানীয়রা তাৎক্ষণিক উদ্ধার করে কলাপাড়া হাসপাতালে নিয়ে আসার পথে তার মৃত্যু হয়।
কলাপাড়া হাসপাতালের চিকিৎসক মো. রেফায়েত হোসেন জানায়, সড়ক দুর্ঘটনার কবলে পড়া শহিদ শিকদারকে হাসপাতালে আনার পথেই তার মৃত্যু হয়। কলাপাড়া থানার ওসি মো. মনিরুল ইসলাম জানায়, নিহতের লাশ এবং ঘাতক বাসটি আমতলী থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।