বাবুগঞ্জে বাবা হত্যার অপরাদে ছেলের যাবজ্জীবন
বরিশালের বাবুগঞ্জ উপজেলার চরফতেহপুর গ্রামের মোসলেমকে হত্যার দায়ে তার ছেলে ফারুক হোসেনকে যাবজ্জীবন কারাদণ্ড ও ১০ হাজার টাকা জরিমানা করেছেন আদালত।
বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) বিকালে আসামির উপস্থিতিতে দ্বিতীয় অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক এমএ হানিফ এ রায় দেন।
এ তথ্য নিশ্চিত করে আদালতের বেঞ্চ সহকারী মো. রফিক জানান, ২০১৪ সালের ২৪ মে পারিবারিক কলহের জের ধরে মোসলেমের সঙ্গে তার ছেলে ফারুকের বাকবিতণ্ডা হয়। এর একপর্যায়ে মোসলেম ছেলেকে ঘর থেকে বের হয়ে যেতে বলেন। এতে ক্ষুব্ধ ফারুক ঘরে থাকা লোহার রড দিয়ে বাবাকে এলোপাথাড়ি পিটাতে থাকে। আশঙ্কাজনক অবস্থায় মোসলেমকে উদ্ধার করে শের-এ বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
তিনি আরও জানান, এ ঘটনায় নিহতের অপর ছেলে আমিনুল ইসলাম ২৫ মে বাদী হয়ে ফারুককে আসামি করে মামলা দায়ের করেন। একই বছরের ২৮ আগস্ট ফারুককে অভিযুক্ত করে আদালতে চার্জশিট দেন মামলার তদন্ত কর্মকর্তা বাবুগঞ্জ থানার এসআই আবু জাফর তালুকদার। বিচারিক প্রক্রিয়ায় ১৩ জনের সাক্ষ্যগ্রহণ শেষে আজ বিচারক ওই রায় দেন।