পাথরঘাটায় বাল্যবিয়ের অপরাধে বরকে ৬ মাসের কারাদন্ড
বাল্যবিবাহ করার প্রস্তুতির সময় হাতেনাতে ধরা পড়ায় বরকে ৬ মাসের কারাদন্ড ও বরের এক চাচা ও মৌলভীকে আর্থিক দন্ড দেয়া হয়েছে।
রোববার (১ সেপ্টেম্বর) রাত সাড়ে ১১টায় উপজেলা নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও নির্বাহী অফিসার (ইউএনও) মো. হুমায়ুন কবির এ আদেশ দেন।
ভ্রাম্যমান আদালত সূত্রে জানা যায়, উপজেলার কালমেঘা ইউনিয়নের কালমেঘা গ্রামের মৃত বেল্লাল হোসেনের ছেলে মো. মাসুমের (২৩) সাথে একই উপজেলার জাকির হোসেন মোল্লার মেয়ে মরিয়মের (১৪) বিবাহের প্রস্তুতির সময় বেসরকারি উন্নয়ন সংস্থা সুশীলন, স্বেচ্ছায় সেবাদান সংগঠন আস্থা ও আলতাফ হায়দার ফাউন্ডেশন এবং ইউএনও মো. হুমায়ুন কবির ঘটনাস্থলে গিয়ে হাতে নাতে ধরা হয়। পরে ইউএনওর কার্যালয়ে বর মাসুমকে ৬ মাসের কারাদন্ড, চাচা এনায়েত হোসেনকে ২৫ হাজার টাকা ও মৌলভীকে ৩ হাজার টাকা জরিমানা করা হয়।
এ সময় বর, কনের অভিভাবক এবং বিয়েতে উপস্থিত সাক্ষীদের মুচলেকা নিয়ে তাদেরকে সকর্ত করে দেয়া হয়।