ভান্ডারিয়ায় স্কুলছাত্রী আত্মহত্যার ঘটনায় আসামির ৭ দিনের রিমান্ড
পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলায় স্কুলছাত্রী আত্মহত্যার ঘটনায় মামলার প্রধান আসামি তামিম খানের ৭ দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত।
রবিবার (১ সেপ্টেম্বর) বিকেলে পিরোজপুরের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মেহেদী হাসান এ আদেশ দেন।
এর আগে শনিবার বিকেলে রুপার আত্মহত্যার ঘটনায় অভিযুক্ত বখটে তামিমকে আটক করেছে পুলিশ। রুপার আত্মহত্যার ঘটনায় তার বাবা মো. রুহুল আমীন মুন্সী ভান্ডারিয়া থানায় বাদী হয়ে ৫ জনের নাম উল্লেখ করে এবং ৪/৫ জনকে অজ্ঞত রেখে মামলা করেন। শনিবার বিকেলে ভান্ডারিয়া উপজেলার ভান্ডারিয়া পৌর শহরের তামিমের নিজ বাড়ি (জমাদ্দার বাড়ি ) থেকে পিরোজপুর ডিবি পুলিশ এবং ভান্ডারিয়া থানা পুলিশের যৌথ অভিযানে গ্রেপ্তার করা হয় তাকে। আরাফ হাসান তামিম খান (১৯) ভান্ডারিয়া উপজেলার ভান্ডারিয়া পৌর শহরের মঞ্জু খানের পুত্র।
ভান্ডারিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম মাকসুদুর রহমান বলেন, মামলার প্রধান আসামি তামিমকে আদালতে হাজির করে রিমান্ড চাইলে জিজ্ঞাসাবাদের জন্য ৭ দিনের রিমান্ড মঞ্জু করে আদালত।