পাথরঘাটায় পরিবেশের ভারসম্য রক্ষায় তালের বীজ রোপন
পরিবেশের ভারসম্য রক্ষা, ভূমিক্ষয় রোধ ও ভাঙনের কবল থেকে উপকূলের সুরক্ষায় বরগুনার পাথরঘাটায় ৫হাজার তালবীজ রোপন করা হয়েছে।
বৃহষ্পতিবার (২৯ আগস্ট) সকাল সাড়ে ১০ টার সময় এ কার্যক্রমের উদ্বোধন করেণ উপজেলা নির্বাহী কর্মকতা হুমায়ুন কবির।
এর আগে খ্রিস্টিয়ান কমিশন ফর ডেভলমেন্টে ইন বাংলাদেশ সিসিডিবি’র পিসিআরডিবি প্রকল্পের আওতায় ক্লাইমেট চেঞ্জ কর্মসূচির অংশ হিসেবে এ তালবীজ রোপন কার্যক্রম হাতে নেয়া হয়।
তিনটি বিদ্যালয়ের ৫ শতাদিক শিক্ষার্থীরা এ তালবীজ রাস্তার দুই পাশে রোপন করে। এসময় আরো উপস্থিত ছিলেন উপজেলা শিক্ষা কর্মকর্তা নগেন্দ্র নাথ, প্রকল্প ম্যানেজার সুব্রত মিস্ত্রি প্রমুখ।
এসময় বক্তারা বলেন, তাল গাছ লম্বা হওয়ায় ঘূর্নিঝড় ও বজ্রপাতসহ সকল প্রকার প্রাকৃতিক বিপর্জের হাত থেকে আমাদের রক্ষা করে। দেশে বজ্রপাতের মাত্রা বৃদ্ধি পাওয়ায় তা প্রতিরোধে এ কর্মসূচী হাতে নেয়া হয়েছে। তালগাছ বজ্রপাত থেকে রক্ষা পাওয়া ছাড়াও পুষ্টি যোগায়, তালগাছ থেকে কৃষি কাজে ও ঘর নির্মাণে কাজেও লাগে।