পাথরঘাটায় ইভটিজিং এর অপরাধে যুবকের জেল

এ এস এম জসিম
এ এস এম জসিম, বার্তা সম্পাদক
প্রকাশিত: ০৭:৩৩ পিএম, ২৮ আগস্ট ২০১৯

পাথরঘাটায় ইভটিজিং এর অপরাধে যুবকের জেলবরগুনার পাথরঘাটায় মেয়েদের উত্তক্ত করারা ও মাকাসক্তের অপরাধে মো. রাশেদ (২৫) নামে এক যুবককে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে এক বছরের জেল দেয়া হয়েছে।

মঙ্গলবার (২৭ আগস্ট) বিকেলে উপজেলা নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. হুমায়ুন কবির এ আদেশ দেন।

রাশেদ উপজেলার রায়হানপুর ইউনিয়নের লেমুয়া গ্রামের কাঠ ব্যবসায়ী মো. জালাল মিয়ার ছেলে।

ইউএনও জানান, রাশেদ নামে ওই যুবক দীর্ঘ দিন ধরে পথেঘাটে মেয়েদের উত্ত্যক্ত করতো। তাছাড়া সে একজন মাদকাসক্ত। উত্ত্যক্তের অভিযোগ থাকায় তাকে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে এক বছরের জেল দেয়া হয়েছে।

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)