পাথরঘাটায় ড্রাগ সমিতির সচেতনতা মুলক সভা
বরগুনা জেলা ঔষদ প্রশাসনের আয়োজনে ও বাংলাদেশ কেমিস্ট এন্ড ড্রাগিস্ট সমিতি পাথরঘাটা শাখার সহযোগীতায় সচেতনতামুলক সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৬ আগস্ট) বেলা ১১টার সময় পাথরঘাটা কলেজ চত্তরের কামাল ভিলার মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ কেমিস্ট এন্ড ড্রাগিস্ট সমিতি পাথরঘাটা শাখার সভাপতি মাওলানা আব্দুস সোবাহানের সভাপতিত্বে উপস্থিত ছিলেন বরগুনা জেলা ঔসদ তত্বাবধায়ক (ভারপ্রাপ্ত) শুসিল কুমার ঢালী।
এসময় আরো উপস্থিত ছিলেন, কেমিস্ট এন্ড ড্রাগিস্ট সমিতি পাথরঘাটা শাখার সিনিয়র সহ-সভাপতি গিয়াস তালুকদার, সধারন সম্পাদক মাওলানা মো. তানভীর হোসেন, সাংগঠনিক সম্পাদক সৈকত, দপ্তর সম্পাদক জামাল হোসেন প্রমুখ।
সধারন সম্পাদক মাওলানা মো. তানভীর হোসেন বলেন, কোন দোকানে মেয়াদ উতীর্ন, আন রেজিস্টর্ড ও ব্যাজাল ঔষধ এবং ফর্মেসি ব্যাতিত কোন দোকানে ঐষধ বিক্রি করা যাবে না। যদি কেউ এগুলো ধরিয়ে দিতে পারে তবে ওই ব্যাবসায়ীকে সমিতির পক্ষ থেকে কঠোর ব্যাবস্থা নেয়া হবে।
এসময় বরগুনা জেলা ঔষধ তত্বাবধায়ক বলেন, লাইসেন্স বিহীন ব্যাবসায়ীদের দ্রুত লাইসেন্স করা, মেয়াদ উতীর্ন ঔষধ বিক্রি বন্ধ এবং ফর্মেসী ব্যাবসায়ীদের দক্ষতা বৃদ্ধির জন্য প্রশিক্ষন নেয়ার জন্য পরামর্শ দেন।