পাথরঘাটায় ইয়াবাসহ আরো একজনসহ মোট ৫ জন আটক।

কাজী রাকিব
কাজী রাকিব, নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১২:৩৮ পিএম, ২৩ আগস্ট ২০১৯ | আপডেট: ১২:৫৫ পিএম, ২৩ আগস্ট ২০১৯

পাথরঘাটায় ইয়াবাসহ আরো একজনসহ মোট ৫ জন আটক।
বরগুনা জেলার সুযোগ্য পুলিশ সুপার, মহোদয়ের বিশেষ নির্দেশনায় জনাব মোঃ শাহাবুদ্দিন, অফিসার ইনচার্জ,পাথরঘাটা থানা বরগুনা এর নের্তৃত্বে সংর্গীয় এসআই/ মোঃ সফিকুল ইসলাম এএসআই/মোঃ আমিনুল ইসলাম এএসআই/মোঃ হুমায়ুন কবির এএসআই/শহীদুল ইসলাম গাজীদের সহায়তায় মাদক ব্যবসায়ী মোঃ জহিরুল ইসলাম (রিপন) (৪২) পিতা- মৃতঃ আঃ লতিফ মৃধা সাং- জ্ঞানপাড়া ৪নং ওয়ার্ড (কেরাতপুর বাসস্ট্যান্ড) থানা- পাথরঘাটা জেলা- বরগুনাকে ৩৫ (পয়ত্রিশ) পিচ ইয়াবা ট্যাবলেট সহ গ্রেফতার করা হয়।
এর আগে গতকাল পাথরঘাটায় ইয়াবার গোডাইনে হানা, একের পর এক আটক

৫০০ পিস ইয়াবা এক যুবক আটকের পরে ১১ পিছ ইয়াবাসহ আটক হয় আরো একজন এর পরে সর্বশেষ জ্ঞানপাড়া ৪নং ওয়ার্ড (কেরাতপুর বাসস্ট্যান্ড) মোঃ জহিরুল ইসলাম (রিপন) (৪২) থানা- পাথরঘাটা জেলা- বরগুনাকে ৩৫ (পয়ত্রিশ) পিচ ইয়াবা ট্যাবলেট সহ গ্রেফতার করা হয়।

পুলিশের এমন অভিযানে সাধারণ মানুষের এখন একটাই কথা পাথরঘাটা এখন ইয়াবার গোডাউন
নাম না প্রকাশের শর্তে অনেকেই পাথরঘাটা নিউজকে বলেন শুধু ছোটো ছোটোদের ধরলেই
এই ইয়াবা ব্যবসায়ীদের ব্যবসা নির্মূল করা সম্ভব নয়। এদের পিছনে যে সকল বড় বড় ব্যবসায়ীরা রয়েছে তাদের ধরতে হবে।

বরগুনার পাথরঘাটা উপজেলার বাদুরতলা বাজারে অভিযানে চালিয়ে ৫০০ পিস ইয়াবাসহ মো. রুবেল (২৫) নামে এক যুবককে আটক করা হয় । এর পর পরেই পাথরঘাটা পৌর এলাকার ৯ নম্বর ওয়ার্ডে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে জুয়েল (২৯) নামে আরো এক মাদক কারবারিকে আটক করে পাথরঘাটা থানা পুলিশ।

বৃহস্পতিবার (২২ আগস্ট)বরগুনা পাথরঘাটা উপজেলায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ও পুলিশের যৌথ অভিযানে এদের আটক করা হয়।

পাথরঘাটা থানা ওসি (তদন্ত) মো. সাইদুল ইসলাম বলেন, আজকের যারা আটক হয়েছে সবাই ইয়াবা ব্যবসার সাথে জড়িত।

তিনি আরও বলেন আটককৃতদের মধ্যে, ৫০০ পিছ ইয়াবাসহ আটক রুবেলের বিরুদ্ধে পাথরঘাটা থানায় একাধিক মাদক মামলা রয়েছে। মাদক মামলা দিয়ে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হবে।

পাথরঘাটা থানা পুলিশ সুত্রে আরো জানা যায়, বরগুনা জেলার সুযোগ্য পুলিশ সুপার মহোদয়ের বিশেষ নির্দেশনায় জনাব মোঃ শাহাবুদ্দিন অফিসার ইনচার্জ,পাথরঘাটা থানা বরগুনা এর নের্তৃত্বে সংর্গীয় এসআই/ মোঃ মোশারেফ হোসেন এএসআই/মোঃ আমিনুল ইসলাম সঙ্গীয় ফোর্সদের সহায়তায় মাদক ব্যবসায়ী ১। মোঃ জুয়েল (২৯), পিতা- মোঃ লেহাজ উদ্দিন সাং-বড় পাথরঘাটা ৯নং ওয়ার্ড পাথরঘাটা পৌরসভা থানা- পাথরঘাটা জেলা- বরগুনাকে ১১ (এগার) পিচ ইয়াবা ট্যাবলেট সহ গ্রেফতার করা হয়।

এদিকে পাথরঘাটা থানায় সদ্য যোগদানকারী অফিসার ইনচার্জ মোহাম্মদ শাহাবুদ্দিন এর যোগদানের দিনেই দুই মাদক কারবারিকে আটক করায় এলাকায় স্বস্তি বিরাজ করছে। স্থানীয় একাধিক এলাকাবাসী জানায় সদ্য যোগদানকারী পুলিশ অফিসার শাহাবুদ্দিন মাদকের বিরুদ্ধে এ অভিযান অব্যাহত রাখবে।

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)