পাথরঘাটায় ইয়াবার গোডাইনে হানা, একের পর এক আটক
পাথরঘাটা থানায় সদ্য অফিসার ইনচার্জ যোগদানের পরপরই বেলা ১১টার দিকে ৫০০ পিস ইয়াবাসহ রুবেল নামে এক যুবককে আটকের সংবাদ আসে পাথরঘাটা নিউজের কাছে। এর পরে সন্ধ্যা সাড়ে আটটার দিকে পাথরঘাটা পৌর এলাকার ৯ নম্বর ওয়ার্ড থেকে ১১ পিছ ইয়াবাসহ আটক হয় জুয়েল নামে আরেক মাদককারবারি। এনিয়ে পাথরঘাটা নিউজে সংবাদ প্রকাশের পর পরই রাত সাড়ে ১০টার দিকে পাথরঘাটা উপজেলার নাচনাপাড়া কেরামতপুর বাসস্ট্যান্ডের এলাকা থেকে ২০ পিস ইয়াবসহ রতন শীল ও লিটন মিয়া নামে দু জনকে আটকের সংবাদ জানান পাথরঘাটা থানা পুলিশ। পাথরঘাটা থানা সূত্রে, বরগুনা জেলার সুযোগ্য পুলিশ সুপার, মহোদয়ের বিশেষ নির্দেশনায় জনাব মোঃ শাহাবুদ্দিন, অফিসার ইনচার্জ,পাথরঘাটা থানা বরগুনা এর নের্তৃত্বে সংর্গীয় এসআই/ মোঃ সফিকুল ইসলাম এএসআই/মোঃ আমিনুল ইসলাম এএসআই/মোঃ হুমায়ুন কবির এএসআই/শহীদুল ইসলাম গাজীদের সহায়তায় মাদক ব্যবসায়ী ১। রতন শীল (২৮) পিং-রঞ্জন শীল সাং- নাচনাপাড়া ২। মোঃ লিটন মিয়া (২৭) পিং- হেমায়েত উদ্দিন সাং- কিরনপুর উভয় থানা- পাথরঘাটা জেলা- বরগুনাদ্বয়কে ২০ (বিশ) পিচ ইয়াবা ট্যাবলেট সহ গ্রেফতার করা হয়। এ তথ্য নিশ্চিত করেছেন পাথরঘাটা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি (তদন্ত) সাইদুল ইসলাম।
পুলিশের এমন অভিযানে মাদকদ্রব্যের অপব্যবহার বন্ধের একটি লক্ষন দেখতে পারছেন পাথরঘাটার সাধারণ মানুষ। এমন অসংখ্য মন্তব্য আসতে শুরু করেছে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে।
এনিয়ে অনেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমের মন্তব্য পাথরঘাটা নিউজের হাত রয়েছে। সেখানে তারা বলেন, শুধু ছোটো ছোটো কারবারিদের ধরলেই এই ইয়াবা ব্যবসায়ীদের ব্যবসা নির্মূল করা সম্ভব নয়। এদের পিছনে যে সকল বড় বড় ব্যবসায়ীরা রয়েছে তাদের ধরতে হবে।
এতে শামিম আহমেদ নামে একজন মন্তব্য করেছেন ‘ধন্যবাদ (শাহাবুদ্দিন স্যার কে) আজকে প্রথম দিনে তিনি তার সততার প্রমান দিয়েছেন সকাল থেকে আমি আজকে(পাথরঘাটা থানা) এর আইডি থেকে…. মাদক ব্যাবসায়ী দের আটক করা তিন টা পোস্ট দেখছি… ধন্যবাদ পাথরঘাটা থানার সকল অফিসার দের’ ।
সুমন ইসলাম নামে আর একজন মন্তব্য করেছেন, ‘প্রশাসন চাইলে সাতদিনের মধ্যে মাদক নির্মূল করা সম্ভব সেটা বুঝিয়ে দিচ্ছে আমাদের নতুন ওসি মোঃ শাহাবুদ্দিন,ধন্যবাদ স্যারকে’।
এছাড়াও সোহাগ তালুকদার নামে একজন ক্ষোভের বহিঃপ্রকাশ করে মন্তব্য করেছেন ‘মাদক মামলার আসামিরা খুব অল্প সময়ের মধ্যে জামিন পেয়ে যায় তাই এ বিসয়ে আরও কঠিন পদক্ষেপ নেয়া দরকার যাতে খুব সহজে জামিন না হয় স্যার?’ এমন অসংখ্য মানুষের মন্তব্য ঘুরপাক খাচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যমে।