পাথরঘাটায় যুবলীগ নেতা জিতুর হাতধরে দুই সন্তানের জননী উধাও

এ এস এম জসিম
এ এস এম জসিম, বার্তা সম্পাদক
প্রকাশিত: ০৬:২১ পিএম, ১৮ আগস্ট ২০১৯

অভিযুক্ত জিতু মুসুল্লিবরগুনার পাথরঘাটায় পরকিয়ার জের ধরে দুইটি সন্তানের জননী ও স্থানীয় জামাল হোসেনের স্ত্রী ওয়ার্ড যুবলীগের সাধারন সম্পাদক বনি আমিন জিতু মুসুল্লির (৩০) হাত ধরে পালিয়া যাওয়ার খবর পাওয়া গেছে।

শনিবার (১৭ আগস্ট) দিবাগত রাতে উপজেলার পূর্ব লেমুয়া গ্রামে এঘটনা ঘটে।

জিতু মুসুল্লি উপজেলার রায়হানপুর ইউনিয়নের পূর্ব লেমুয়া গ্রামের ফোরকান চৌকিদারের ছেলে ও একই ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের যুবলীগের সাধারণ সম্পাদক।

নাম প্রকাশ না করার শর্তে জিতু মুসুল্লির এক আন্তীয় জানান, জিতু মুসুল্লি গরু চুরি করে জরিমানাও গুনতে হয়েছে এবং চাদাবাজি করে অন্যের টাকা হাতিয়ে নেয়া, এলাকায় বিভিন্ন সময় চুরি করা, ক্ষমতার দাপটে মেয়েদের উত্যাক্ত করাসহ বিভিন্ন অপকর্মের অভিযোগ রয়েছে।

তিনি আরো জানান, পরকিয়ার কারণে তার স্ত্রীকে বাবার বাড়ি থেকে বিভিন্ন সময় যৌতুকের টাকা নিয়ে আসার কথা বলে বেদম মারধর করত। জিতুর ২ বছরের ফারিয়া নামের একটি কন্যা সন্তানও রয়েছে।

অভিযুক্ত জিতু মুসুল্লির বাবা ফোরকান চৌকিদার স্বীকার করে জানান, শুনছি আমার ছেলে নাকি পালিয়ে গেছে। তবে যাকে নিয়ে গেছে তার স্বামীর সাথে বিবাহ বিচ্ছেদ হয়েছে।

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)