পাথরঘাটায় স্কুল ছাত্রীর পেটে জোঁক, প্রচুর রক্তক্ষরণ( ভিডিও)

কাজী রাকিব
কাজী রাকিব, নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১১:৩০ পিএম, ১৭ আগস্ট ২০১৯

পাথরঘাটা উপজেলার দক্ষিন মানিকখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৫ম শ্রেনির এক ছাত্রীর পেটে জোঁক প্রবেশের ঘটনা ঘটেছে। এতে ঐ ছাত্রীর প্রচুর পরিমাণে রক্তক্ষরণ হলে পাথরঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করানো হয়েছে।

ঐ শিশু ছাত্রীর পরিবার অভিযোগ তাদের মেয়েকে স্কুলের মাঠ থেকে শাক তোলতে নামিয়েছে নাসিমা নামে এক শিক্ষিকাক। সেখান থেকে ছাত্রীদের পেটে জোক গিয়ে অসুস্থ হয়ে পরে।

অভিযুক্ত ঐ স্কুলের শিক্ষিকা অভিযোগ অস্বীকার করে বলেন স্কুল ছুটির পর কিছু ছাত্র ছাত্রী পানিতে নেমে দুষ্টুমি করে এ আমি বকাঝকা দিয়ে তাদের বাড়িতে পাঠিয়ে দেই। আমরা শাক তোলতো কাউকে নির্দেশ করিনি।

তবে স্থানীয়দের অভিযোগ রয়েছে ঐ স্কুলের প্রধান শিক্ষক পরিমল চন্দ্র সহ অন্যান্য শিক্ষক শিক্ষিকারা ছাত্র ছাত্রীদের দিয়ে অনেক ব্যক্তিগত কাজ করতে বাধ্য করে এমনকি শিক্ষার্থীদের দ্বারা মাথার উকুন বাছাই করে ঐ স্কুলের শিক্ষক মন্ডলীরা।

এ বিষয়ে দক্ষিন মানিকখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক পরিমল চন্দ্র কে 01736547886 নাম্বারে ফোন দিলে ফোন সুইচ অফ পাওয়া যায়।

পাথরঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসক ডাঃ জিয়া উদ্দিন বলেন ঐ ছাত্রী অবস্থা এখন স্বাভাবিক। পেট থেকে জোঁক অপসারণ করা হয়েছে। সার্বিক বিবেচনা করে ঐ ছাত্রীকে হাসপাতালে ভর্তি করে চিকিৎসা সেবা প্রদান করা হচ্ছে।

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)