পাথরঘাটায় যথাযোগ্য মর্যাদায় জাতীয় শোক দিবস পালিত
বরগুনার পাথরঘাটায় যথাযোগ্য মর্যাদায় জাতীয় শোক দিবস পালিত হয়েছে। পাথরঘাটা উপজেলা প্রশাসন, রাজনৈতিক দলসহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন গুলো এতে অংশ নেয়।
বৃহস্পতিবার (১৫ আগস্ট) সকাল ৯ টার সময় বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পনের মধ্য দিয়ে কর্মসূচির শুরু করা হয়।
পরে পাথরঘাটা উপজেলা পরিষদ থেকে একটি শোকর্যালি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদে গিয়ে শেষ হয়। উপজেলা পরিষদের মিলনায়তনে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন বরগুনা-২ সাংসদ শওকত হাসানুর রহমান রিমন।
এসময় আরও উপস্থিত ছিলেন, পাথরঘাটা উপজেলা পরিষদের চেয়ারম্যান মোস্তফা গোলাম কবির, ভাইস চেয়ারম্যান হাফিজুর রহমান সোহাগ, উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক মো. জাবির হোসেন, পাথরঘাটা পৌর মেয়র আনোয়ার হোসেন আকন, পাথরঘাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা হুমায়ুন কবির, পাথরঘাটা প্রেসক্লাবের সভাপতি মির্জা শহিদুল ইসলাম খালেদ, সাধারন সম্পাদক জাকির হোসেন খানসহ পাথরঘাটা উপজেলার ভিবিন্ন স্কুল কলেজের শিক্ষক ও ছাত্র-ছাত্রীবৃন্দ প্রমুখ।