৭ লাখ টাকা বাজেটের আইটেম গানের ঢাকাইয়া ছবি
অনলাইন ডেস্কঃ শাকিবের চলচ্চিত্রে কাজ করলেন আজিজ রেজা। এরই মধ্যে কেটে গেছে ১৫ বছর। এর আগে শাকিবের প্রায় ১২ থেকে ১৩ টি সিনেমায় গানের কোরিওগ্রাফি করেছেন। সর্বশেষে ২০০৩ সালে তারা একসঙ্গে কাজ করেছেন। ১৫ বছর পর শাকিবের ছবির গানে কোরিওগ্রাফি করলেন আজিজ রেজা। উত্তম আকাশ পরিচালিত ‘চিটাগাইঙ্গা পোয়া নোয়াখাইল্যা মাইয়্যা’
ছবির একটি আইটেম গানের কোরিওগ্রাফি করেছেন তিনি।
এ প্রসঙ্গে আজিজ রেজা বলেন, শাকিবের সঙ্গে ১২ থেকে ১৩ টি ছবিতে কাজ করেছি। তবে এবার ১৫ বছর আবার কাজ করলেও এই আইটেম গানে সে নেই। আইটেম গানে আমার কোরিওগ্রাফিতে নেচেছেন তানহা মৌমাছি। সাত লাখ টাকা বাজেট ছিল এই গানের জন্য।
আজকের শাকিব খান নৃত্য পরিচালক আজিজ রেজার হাত ধরেই চলচ্চিত্রে এসেছিলেন। শুরুর দিকে এফডিসির বিভিন্ন পরিচালকদের কাছে আজিজ রেজা নিয়ে যেতেন শাকিবকে। পরিচালকদের বলতেন, ওকে কাজের সুযোগ দেন, ও পারবে! ঢাকাই চলচ্চিত্রে শাকিবের শুরুটা এভাবেই। এরপর শাকিব খান টুকটাক যখন সিনেমায় কাজ করতেন তখন আজিজ রেজা কোরিওগ্রাফি করতেন।
এ এম বি / পাথরঘাটা নিউজ