পাথরঘাটা থানা ওসি হানিফ সিকদেরকে স্ট্যান্ড রিলিজ
বরগুনার পাথরঘাটা থানা অফিসার ইনচার্জ হানিফ সিকদেরকে অসধাচারণ, মুক্তিযোদ্ধাদের সাথে অসৎব্যাবহার, ভুয়া মুক্তিযোদ্ধাদের পক্ষে অবস্থান নেয়ার কারণে স্ট্যান্ড রিলিজ করা হয়েছে। বৃহস্পতিবার (৮ আগস্ট) রাত ১১ টা ৪৫ মিনিটে হানিফ সিকদার পাথরঘাটা থানা ত্যাগ করেন।
এর আগে রাত ৯ টার দিকে পুলিশ হডকোয়ার্টসের নিদেশে বরগুনা জেলা পুলিশ সুপার কার্যালয় থেকে তাকে স্টান্ডরিলিজের কাগজ পাঠানো হয়।
জানা গেছে, ওসি হানিফ সিকদার দুর্নীতি, ঘুষগ্রহন ও ভুয়া মুক্তিযোদ্ধাদের পক্ষ নেয়াসহ বিভিন্ন অনিয়মের অভিযোগ রয়েছে।
পাথরঘাটার সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার শহিদুল আলম তালুকদার বলেন, যুদ্ধাপরাদের আসামী আব্দুল মন্নানের পক্ষ নেয়া, তার সাথে সখ্যতা গড়ে ওঠা এবং ওই মামলার শাক্ষিদের শুরক্ষা না দেয়ায় আমরা তার বিরুদ্ধে একটি অভিযোগ দেই। এসময় যুদ্ধাপরাদ মামলার শাক্ষিদের সাথে মান্নান খারাপ আচারন করার কারনে থানায় অভিযোগ দিলে তিনি ওই অভিযোগ না নিয়ে মুক্তিযোদ্ধাদের সাথে খারাপ আচারন করেন তিনি।
পাথরঘাটা থানা তদন্ত ওসি ও ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ সাইদুল ইসলাম স্ট্যান্ড রিলিজের বিষয়টি নিশ্চিত করে জানান, হঠাৎ রাত ৯টার দিকে বরগুনা জেলা পুলিশ সুপার মারুফ হোসেন পুলিশ হেডকোয়াটার্সের নির্দেশেটি পাঠান।
তিনি আরো জানান, রাত ৯টার দিকে ওসি হানিফ সিকদার তড়িঘড়ি করে আমাকে সকল দায়িত্ব বুঝিয়ে দিয়ে পাথরঘাটা ত্যাগ করেন।
এর আগে গত বছরের ৩ নভেম্বর ওসি হানিফ সিকদার চরফ্যাশনের শশীভুষন থানা থেকে ঘূষ বানিজ্যের কারনে ক্লোজ করা হয়।