বঙ্গোপসাগরে ট্রলারডুবি, নিখোঁজ ৩
বঙ্গোপসাগরের পক্ষিদিয়া সংলগ্ন তারিয়ারচর এলাকায় ঝড়ের কবলে পড়ে মাছ ধরার ট্রলার ডুবির ঘটনা ঘটেছে।
এঘটনায় তিন জেলে নিখোঁজ রয়েছে এবং ডুবে যাওয়ার ঘন্টা খানেকপরে ৯ জেলেকে উদ্ধার করা হয়।
বৃহস্পতিবার (৮ আগস্ট) দুপুর আড়াইটার দিকে এ ঘটনা ঘটে। তবে ডুবে যাওয়া ট্রলারের জেলেদের নাম জানা য়ায়নি।
বরগুনা জেলা মৎস্যজীবি ট্রলার মালিক সমিতির সভাপতি গোলাম মোস্তফা চৌধুরী পাথরঘাটা নিউজকে বলেন, পাথরঘাটা সদর ইউনিয়নের পুতাভাঙ্গা গ্রামের আব্দুল কাদের এর মালিকানাধীন এফবি হামিম নামের একটি ট্রলার ঝড়ের কবলে পড়ে ১২ জেলেকে নিয়ে পক্ষিদিয়া সংলগ্ন তারিয়ারচর এলাকায় ডুবে যায়। ডুবে যাওয়ার ঘন্টাখানিক পরে ৯ জেলে উদ্ধার করা হলেও ট্রলারসহ ৩ জেলে এখনো নিখোঁজ রয়েছে।
পাঠকের মন্তব্য
(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)