কনে ৮ম শ্রেণীর ছাত্রী আর বরের বয়স ৩৬, পাথরঘাটার ইউওনো বন্ধ করলেন বিবাহ
পাথরঘাটায় ৮ম শ্রেণীর ছাত্রী সাথে ৩৬ বছর বয়সী পাত্রের সাথে বাল্যবিবাহের প্রস্তুতির সময় পাথরঘাটার ইউএনওর হস্তক্ষেপে বাল্যবিবাহ পন্ড হয়েছে।
গতকাল বৃহস্পতিবার রাতে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) ও স্থানীয় সেচ্ছাসেবী সংগঠন আস্থা ও আলতাফ হায়দার ফাউন্ডেশন উপস্থিতিতে এ বিবাহ বন্ধ করা হয়। এ সময় বরকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
পাথরঘাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. হুমায়ুন কবির জানান, বরগুনা জেলার সদরের গোড়া পদ্মা গ্রামের মো. সানু হাওলাদারের ছেলে মো. শহিন হাওলাদারের (৩৫) সাথে পাথরঘাটা পৌরসভার ৯নং ওয়ার্ডের আবুল কালামের মেয়ে লাবনীকে বিবাহ দেওয়ার প্রস্তুতি চলছিল। এমন সময় কনে ও বরসহ অভিভাবকদের উপস্থিতিতে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে বরকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। লাবনী পাথরঘাটা আনোয়ার হোসেন মাধ্যমিক বিদ্যালয়ের অস্টম শ্রেণির শিক্ষার্থী।
পরে উভয় পক্ষের অভিভাবকদের মুচলেকা নিয়ে ছেড়ে দেয়া হয়। এসময়ে মেয়ের বয়স না হওযা পর্যন্ত বিবাহ দিতে পারবেনা বলে হুশিয়ারি করে দেয় ইউএনও হুমায়ূন কবির।