পাথরঘাটায় সিসিডিবির পানির ট্যাংক বিতরণ

এ এস এম জসিম
এ এস এম জসিম, বার্তা সম্পাদক
প্রকাশিত: ০৫:০৩ পিএম, ২৯ জুলাই ২০১৯

সিসিডিবির পানির ট্যাংক বিতরণউপকূলীয় পাথরঘাটা উপজেলার বিষখালী নদী বেড়িবাঁধ সংলগ্ন বসবাসকারিদের সুপেয় পানি নিশ্চিত করার লক্ষ্যে উপকারভোগিদের মাঝে পানির টাংক বিতরণ করা হয়েছে।

রোববার বিকেল সাড়ে ৫টার দিকে বেসরকারি উন্নয়ন সংস্থা সিসিডি জলবায়ু পরিবর্তন প্রকল্পের আওতায় পাথরঘাটা উপজেলার চরলাঠিমারা ও পদ্মা গ্রামে ৩০ উপকারভোগির মাঝে এ টাংক বিতরণ করা হয়।

বিতরণ অনুষ্ঠানে পাথরঘাটা সদর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আসাদুজ্জামান আসাদসহ স্থানীয় গন্যমান্যরা উপস্থিত ছিলেন।

উপজেলা প্রকল্প ব্যবস্থাপক সুব্রত কুমার মিস্ত্রী বলেন, পাথরঘাটা উপজেলার সর্বত্র বিশুদ্ধ পানির সংকট। এ বিবেচনায় পাথরঘাটা উপজেলার সদর ইউনিয়নের চরলাঠিমারা ও পদ্মা গ্রামের ৩০ পরিবারে বৃষ্টির পানিসহ বিশুদ্ধ পানি সংরক্ষণের জন্য ১ হাজার লিটার ধারণ ক্ষমতার ৩০টি টাংকি বিনামুল্যে দেয়া হয়েছে। এছাড়া ওই টাংকি স্থাপন করে দেয়া হবে।

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)