গুজব ঢেকাতে তৎপর পাথরঘাটা থানা পুলিশ, শহরে চলছে মাইকিং (ভিডিও)
সারাদেশে কল্লা কাটা গুজব ছড়িয়ে পড়ার ফলে দেশব্যাপী একটি ভিতিকর পরিস্থিতি তৈরি হয়। যার পরিপ্রেক্ষিতে সারাদেশে গনপিটুনিতে নিহত হয়েছেন বেশ কয়েকটি তাজা প্রাণ। এই অস্থিতিশীল পরিস্থিতি স্বাভাবিক করতে পাথরঘাটা থানা পুলিশ ইতিমধ্যেই গনসংযোগ ও জনসচেতনতা বাড়াতে শহরে মাইকিংয়ের কাজ শুরু করেছে।
এ ব্যাপারে পাথরঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ হানিফ সিকদার জানান, ইতিমধ্যেই আমি পাথরঘাটার জনপ্রিয় অনলাইন পোর্টাল “পাথরঘাটা নিউজকে” একটি ভিডিও সাক্ষাতকারের মাধ্যমে কল্লাকাটা গুজবের কাউকে উত্তেজিত ও বিভ্রান্ত না হওয়ার জন্য আহ্বান জানিয়েছি।
তিনি আরও বলেন যারা এই গুজব ছড়িয়ে সমাজে বিশৃঙ্খলা তৈরি করে এবং মানুষ মানুষকে পিটিয়ে হত্যা করে এদের কোন তথ্য পেলে 999 নাম্বারে ফোন দিয়ে পুলিশের সহযোগিতা নেওয়ার জন্য ও আহ্বান জানান।
এছাড়াও পাথরঘাটার আইন শৃঙ্খলা স্বাভাবিক রাখার জন্য যে কোনো অস্বস্তিকর পরিস্থিতির মোকাবিলায় পাথরঘাটা পুলিশ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে বলে জানান ওসি হানিফ সিকদার।