মিন্নির জামিন আবেদন মঞ্জুর করেননি আদালত
বরগুনার বহুল আলোচিত রিফাত শরীফ হত্যা মামলার ১ নম্বর সাক্ষী নিহতের স্ত্রী আয়েশা সিদ্দিকা মিন্নির জামিন আবেদন নামঞ্জুর করা হয়েছে।
রবিবার (২১ জুলাই) সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সিরাজুল ইসলাম গাজীর আদালতে মিন্নির জামিনের আবেদন করা হয়।
গত ২৬ জুন বরগুনা সরকারি কলেজের সামনে প্রকাশ্যে রিফাত শরীফকে কুপিয়ে হত্যা করা হয়। হত্যাকাণ্ডের পরদিন রিফাত শরীফের বাবা আবদুল হালিম শরীফ বরগুনা থানায় ১২ জনকে আসামি করে একটি মামলা করেন। এ ছাড়া সন্দেহভাজন অজ্ঞাতনামা আরও চার-পাঁচজনকে আসামি করা হয়।
উল্লেখ্য, রিফাত শরীফ হত্যা মামলার প্রধান আসামি সাব্বির আহম্মেদ ওরফে নয়ন বন্ড ২ জুলাই পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে নিহত হন।
পাঠকের মন্তব্য
(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)