পাথরঘাটায় যায়যায়দিন পত্রিকার প্রতিষ্ঠা বাষির্কী পালিত
বরগুনার পাথরঘাটা উপজেলায় দৈনিক যায়যায়দিন পত্রিকার ১৪তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে।
সোমবার (১৫ জুলাই) সকাল ১০টার দিকে পাথরঘাটা প্রেসক্লাবের মিলনায়তনে কেক কেটে দিবষটি উদযাপন করা হয়। এর আগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
পাথরঘাটা প্রেসক্লাবের সাবেক সহ সভাপতি ও দৈনিক যায়যায়দিন পত্রিকার পাথরঘাটা প্রতিনিধি নজমুল হক সেলিম এর সভাপতিত্বে উপস্থিত ছিলেন, পাথরঘাটা উপজেলা ভাইস চেয়ারম্যান হাফিজুর রহমান সোহাগ, পাথরঘাটা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হানিফ সিকদার, দৈনিক যুগান্তরের পাথরঘাটা প্রতিনিধি ও পাথরঘাটা প্রেসক্লাবের সাবেক সভাপতি গোলাম মোস্তফা চৌধুরী, পাথরঘাটা প্রেসক্লাবের সাধারন সম্পাদক জাকির হোসেন খান, দৈনিক ইনকিলাবের প্রতিনিধি ফারুক চৌধুরী, সমকালের প্রতিনিধি ইমাম হোসেন নাহিদ, বাংলানিউজ টোয়েন্টিফোরডটকমের প্রতিনিধি শফিকুল ইসলাম খোকন, প্রথম আলোর প্রতিনিধি আমিন সোহেল, জনকন্ঠের প্রতিনিধি, খোকন কর্মকার, ভোরের কাগজের প্রতিনিধি অমল তালুকদার, আমাদের সময় পত্রিকার প্রতিনিধি, কাজী রাকিব বিন তোহা, মোহনা টিভির প্রতিনিধি সুমন ইসলাম, বিজয় টিভির প্রতিনিধি শফিকুল ইসলাম, দৈনিক ঢাকা প্রতিদিন পত্রিকার প্রতিনিধি বদরুল আহসান সাকিব ও পাথরঘাটা নিউজের আবু জর রফি প্রমুখ।
এসময় বক্তারা বলেন, দৈনিক যায়যায়দিন পত্রিকার উত্তরোত্তর ভুমিকা পালনে
এসময় বলেন, অমরা আশা করি যায়যায়দিন পত্রিকাটি তাদের নিরপেক্ষতার অগ্রণী ভুমিকা সব সময় পালন করে যাচ্ছে। পাশাপাশি পত্রিকার উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করে। এ পত্রিকাটি সবসময়ে সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশ করে এসেছে। অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার থেকেই সত্য ঘটনাকে ফুটিয়ে তোলার চেষ্ঠা করেছে।