এরশাদের মৃত্যু ছারছীনা পীর সাহেবের গভীর শোক প্রকাশ
শতাব্দীর ঐতিহ্যবাহী দেশের সর্ববৃহৎ ধর্মীয় মারকাজ ছারছীনা দরবার শরীফের পক্ষ থেকে রাষ্ট্র ধর্ম ইসলাম ঘোষণাকারী সাবেক রাষ্ট্রপতি আলহাজ্ব হুসেইন মুহম্মদ এরশাদের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন।
তার মৃত্যুতে ছারছীনা দরবার শরীফের পীর সাহেব আলহাজ্ব মাওলানা শাহ্ মোহাম্মদ মোহেব্বুল্লাহ বলেন, বাংলাদেশ এক মহান নেতাকে হারিয়েছে। তার মৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত।
তিনি আরো বলেন এরশাদ রাষ্ট্রপতি থাকাকালীন ছারছীনা দরবারের মাহফিল থেকে রাষ্ট্র ধর্ম ইসলাম ঘোষণা করে কোটি কোটি মুসলিম তৌহিদী জনতার হৃদয়ে স্থান করে নিয়েছে। এছাড়াও তিনি সংবিধানে বিসমিল্লাহ, ছুটির দিন শুক্রবার, ইবতেদায়ী মাদ্রাসার স্বীকৃতি প্রদান সহ ইসলাম ধর্মের জন্য অনেক অবদান রেখেছেন তিনি।
ছারছীনা দরবার ও এরশাদের সাথে ছিলো গভীর সম্পর্ক।
এ ছাড়া ছারছীনা পীর মরহুমের আত্মার মাগফিরাত কামনা করেন এবং তার শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।
এদিকে এরশাদের মৃত্যুর খবর ছারছীনা দরবার শরীফে পৌঁছলে সেখানে এক হৃদয়বিদারক অবস্থা তৈরি হয়। ছারছীনা দিনিয়া, হাফেজিয়া ও আলিয়া মাদ্রাসার ছাত্র শিক্ষকদের উদ্দোগে কোরআন শরীফ খতম সহ তার রুহের মাগফেরাত কামনায় দোয়া অনুষ্ঠিত হয়েছে বলে জানিয়েছেন ছারছীনা দারুস সুন্নাত জামেয়ায়ে নেছারিয়া দিনিয়া মাদ্রাসার রঈস আল্লামা মুফতি আবু নছর নেছারুদ্দীন আহমদ হুসাইন।