একমাস না পেরুতেই অভাবের বেড়াজালে দিশেহারা বরগুনার জেলেরা।
গভীর সমুদ্রে মাছ ধরায় ৬৫ দিনের অবরোধের একমাস না পেরুতেই অভাবের বেড়াজালে দিশেহারা বরগুনার জেলেরা। যেখানে দুবেলা খাবার জুটেনা, সেখানে বিভিন্ন এনজিও থেকে নেয়া ঋণ এখন গলার কাঁটা জেলেদের কাছে। সহায়তার চালও সঠিকভাবে বিতরণ করা হয়নি বলে অভিযোগ জেলেদের। অবশ্য জেলেদের দুঃসময়ে পাশে থাকার আশ্বাস উপজেলা প্রশাসনের।
উপকূলের হাজারো ট্রলারের মাঝি ও জেলের। অবরোধের শুরু থেকে মাছ ধরা ট্রলারগুলো এভাবে পড়ে থাকায় এখন বেকার জেলেরা। মৌসুমের শুরুতে বিভিন্ন এনজিওর কাছ থেকে নেয়া ঋণ পরিষদ ও পরিবারের সদস্যদের দুই বেলা খাবার জোগাতে ধার কর্জের জন্য ঘুরছেন বিভিন্ন লোকের কাছে।
জেলেরা জানান, এই অবরোধে আমাদের খুবই কষ্ট হচ্ছে। জীবন সংসার চলতেছে না। পরিবার নিয়ে খুবই কষ্টে আছি।
তবে সহায়তা হিসেবে সরকারিভাবে ৪০ কেজি চালে সংসার চালানো অসম্ভব ও সে চাল নিয়েও জনপ্রতিনিধিদের কাটচুপির অভিযোগ জেলেদের।
অবশ্য চাল বিতরণে জনপ্রতিনিধিদের কারচুপির বিষয়টি অস্বীকার করে এনজিওর ঋণ মওকুফে সুপারিশের আশ্বাস দিয়েছেন
বরগুনা পাথরঘাটা উপজেলা চেয়ারম্যান মোস্তফা গোলাম কবির।
তিনি বলেন, এখন পর্যন্ত কোন জেলেদের কাছ থেকে লিখিত অভিযোগ পাইনি।
গত ২০ মে থেকে শুরু হওয়া ৬৫ দিনের এ অবরোধ চলবে ২৩ জুলাই পর্যন্ত। আর এ সময় জেলেদের ৪০ কেজি চাল সহায়তা দিয়েছে সরকার।