জমিজমা নিয়ে বিরোধ জের ধরে সংঘর্ষে উভয় পক্ষের ১০ জন আহত

কাজী রাকিব
কাজী রাকিব, নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৩:২৫ পিএম, ১৩ জুলাই ২০১৯ | আপডেট: ০৩:৫৬ পিএম, ১৩ জুলাই ২০১৯

জমিজমা নিয়ে বিরোধ জের ধরে সংঘর্ষে উভয় পক্ষের ১০ জন আহত হওয়ার ঘটনা ঘটেছে।
জমিজমা নিয়ে বিরোধ জের ধরে সংঘর্ষে উভয় পক্ষের ১০ জন আহত হওয়ার ঘটনা ঘটেছে।
আজ শনিবার সকাল ১০ ঘটিকার দিকে পাথরঘাটা উপজেলার চরদুয়ানীর ইউনিয়নের মডেল খাল পহলান বাড়ির সামনে এ ঘটনা ঘটে।

এব্যাপারে আহত আবুল বাশার পহলান বলেন জমিজমা নিয়ে বিরোধের কারণে চরদুয়ানি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের কাছে আজ শনিবার বিকেলে বৈঠক থাকায় কথা থাকলেও গায়ের জোরে মাহবুব পহলান হালচাষের মেশিন দিয়ে জমি চাষ করে। এতে আমার ছেলে জসিম বাঁধা দিলে মাহবুব পহলান, রেজাউল, আলামিন, শাহজাহান, জালাল, কাওসার, সহ ২০ জন মিলে জসিমের উপর হামলা করে। তখন আমরা জসিম কে উদ্ধার করতে গেলে আমাকে সহ মোঃ সগির পহলান, জসিম পহলান, তাওহিদ আমেনা বেগম বেধম ভাবে পিটিয়ে জখম করে।

প্রতিপক্ষ মাহবুব পহলানের কাছে জানতে চাইলে তিনি বলেন আমরা আমাদের দখল কৃত জমি চাষ করতে গেলে জসিম পহলান তাতে বাধা দেয় । আর এ ব্যাপারে বারবার বৈঠকের কথা থাকলেও তারা বৈঠকে উপস্থিত থাকেনা।

এ ব্যাপারে স্থানীয় মেম্বার কবির হোসেন জানান উভয় পক্ষের মধ্যে দীর্ঘদিন ধরে জমিজমা সংক্রান্ত বিরোধের কারণে আদালতে মামলা চলছে। এ নিয়ে চেয়ারম্যান উভয় পক্ষকে নিয়ে আজ বিকেলে বৈঠকের কথা ছিল। কিন্তু এর আগেই মারামারির ঘটনা ঘটে।
সংক্রান্ত

পাথরঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মেডিকেল অফিসার
ফাতিমাতুজজ্জোহরা বলে উভয় পক্ষের ১০ জনের মতো আহত হয়েছেন। এর মধ্যে সগির পহলানের অবস্থা গুরুতর। অপরপক্ষের জালাল নামে একজনের মাথায় আঘাতের চিহ্ন রয়েছে। তাদের উভয়কে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)