বরগুনায় রিফাত হত্যায় আটক রাতুলের ৩ দিনের রিমান্ড
প্রকাশ্য দিবালোকে স্ত্রীর সামনে রিফাত শরীফকে কুপিয়ে হত্যায় জড়িত সন্দেহে গ্রেফতার রাতুল সিকদারের তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
বৃহস্পতিবার (১১ জুলাই) বিকেলে বরগুনার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মো. সিরাজুল ইসলাম গাজী এ রিমান্ড মঞ্জুর করেন।
এর আগে, বুধবার (১০ জুলাই) রাতে রাতুলকে গ্রেফতার করা হয়। তবে কখন, কোথা থেকে তাকে গ্রেফতার করা হয়েছে তদন্তের স্বার্থে তা গোপন রেখেছে পুলিশ।
রাতুল বরগুনা কলেজ রোডের একটি মাধ্যমিক বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্র।
রিফাত হত্যা মামলার তদন্ত কর্মকর্তা ও বরগুনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-তদন্ত) হুমায়ুন কবির এ তথ্য নিশ্চিত করে বলেন, রাতুলকে আদালতে হাজির করে পাঁচ দিনের রিমান্ডের আবেদন করে পুলিশ। পরে আদালত তার তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন।
পাঠকের মন্তব্য
(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)