তালতলীতে অপহৃত দুই ছাত্রের একজন উদ্ধার
বরগুনার তালতলীতে অপহৃত মো. নাজমুল হোসেন (১২) ও মো. মেহেদী হাসান (১৪) নামের ২ ছাত্রের মধ্যে মো. নাজমুল হোসেনকে পাওয়া গেছে।
মঙ্গলবার (৯ জুলাই) সকালে ঢাকাগামী লঞ্চে এসে আমতলীতে নেমে সে বাড়ি আসেন।
উদ্ধার হওয়া চরকগাছিয়া মাধ্যমিক বিদ্যালয়ের ৭ম শ্রেণির স্কুল ছাত্র নাজমুল হোসেন জানান, শনিবার রাতে এক ফকির বাবা অজ্ঞান অবস্থায় তাদেরকে বরগুনা নিয়ে লঞ্চযোগে ঢাকা নিয়ে যান। ঢাকায় তাদেরকে বিভিন্ন বাসায় রাখে। শুক্রবার ওই নাজমুল ও মেহেদীকে এনে একটি কাজের কথা বলে সদরঘাটে আসে। সেখানে ঘোরাফেরার সময় বিকাল ৫টার দিকে নাজমুল ওই ফকিরের হাত থেকে ছুটে দৌড়ে আমতলীর লঞ্চে ওঠে। ওই ফকির তার সঙ্গে থাকা মেহেদীকে নিয়ে আসার আগেই লঞ্চ ছেড়ে দেয়। তবে এ রিপোর্ট লেখা পর্যন্ত মেহেদী হাসান ফকিরের কাছ থেকে এখনও উদ্ধার হয়নি।
উদ্ধার হওয়া নাজমুলের বাবা সোলায়মান জানান, তার ভায়রা পঁচাকোড়ালিয়া ইউনিয়নের হাড়িপাড়া গ্রামের মো. আবু ছিদ্দিকের সঙ্গে ৩ মাস আগে পরিচয় হয় ফজলুল হক নামের ওই ফকিরের আমতলী চাওড়া ইউনিয়নের লোদা গ্রামে। ছিদ্দিক তার পুত্র বগীরহাট হাফিজি মাদ্রাসার ছাত্র মো. মেহেদী হাসানকে নিয়ে শনিবার বিকালে তাদের বাড়িতে আসে। রাত যাপনের জন্য নাজমুল ও মেহেদী ওই ফকিরের সঙ্গে একই বিছানায় শুয়েছিল। গভীর রাতে ফকির ওদের নিয়ে উধাও হয়।