রাজাপুরে ডাকাতের হামলায় একজনের মৃত্যু
ঝালকাঠি প্রতিনিধিঝালকাঠির রাজাপুরে ডাকাত দলের মারধরে আব্দুল হক হাওলাদার নামের এক গৃহকর্তা মারা গেছেন। ডাকাতরা নিয়ে গেছে নগদ টাকা, স্বার্নালংকার এবং মালামাল। তবে পুলিশ এ ঘটনায় এখন পর্যন্ত কাউকে আটক করতে পারেনি।
সোমবার দিবাগত রাতে ২ টার দিকে রাজাপুর উপজেলার পোদ্দার হাওলা এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত আব্দুল হক হাওলাদার (৬০) ওই এলাকার প্রয়াত আলী আজিম হাওলাদারের ছেলে। তিনি দীর্ঘ দিন সৌদি আরবে প্রবাসী ছিলেন। দেশে ফিরে সুপারীর ব্যবসা করতেন।
নিহতের স্ত্রী লিলি বেগম গণমাধ্যমকে জানান, সোমবার দিবাগত রাতে ৭/৮ জনের অস্ত্রধারী মুখোশপড়া ডাকাত দল তাদের ঘরের সামনের দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে। অস্ত্রের মুখে ডাকাতরা ঘরে থাকা সুপারী বিক্রির নগদ ৭০ হাজার টাকা, সাড়ে ৩ ভরি স্বর্ণালংকার, ২টি মোবাইলসহ মালামাল নিয়ে যায়। এসময় তার স্বামী আব্দুল হক হাওলাদার বাধা দিলে ডাকাতরা তাকে মারধর করে। আর এতে অসুস্থ হয়ে পরে তার স্বামী মারা যান।
ঝালকাঠির সিনিয়র সহকারী পুলিশ সুপার (রাজাপুর সার্কেল) মো. শাখাওয়াত হোসেন জানান, জেলা পুলিশের উর্ধ্বতন কর্মকর্তাসহ পিবিআই এর একটি দল ঘটনাস্থল পরিদর্শন করেছেন। ইতোমধ্যেই তদন্ত শুরু হয়েছে। এ ঘটনায় যথাযথ আইনী ব্যবস্থা নেয়া হবে বলেও জানান শাখাওয়াত হোসেন।