রিফাতের খুনিদের শাস্তিসহ ৫ দফা দাবিতে নাগরিকবন্ধন
বরগুনার আলোচিত রিফাত শরীফ হত্যাকান্ডে জড়িতদের দ্রুত বিচারের আওতায় শাস্তি ও নিহতর পরিবারকে সরকারিভাবে ক্ষতিপূরনসহ ৫ দফা দাবিতে বরিশালের উজিরপুরে নাগরিক বন্ধন এবং প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৯ জুলাই) বেলা ১১টা থেকে দুপুর ২টা পর্যন্ত উপজেলার গুঠিয়া ইউনিয়নের সচেতন নাগরিক সমাজের আয়োজনে স্থানীয় তিনটি বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী ও এলাকাবাসী পৃথক পৃথকভাবে এ কর্মসূচী পালন করেন।
এতে গুঠিয়া মহেশচন্দ্র, ডহরপাড়া সামাদিয়া দারুল উলুম মাধ্যমিক বিদ্যালয় ও নারায়নপুর পল্লী ইউনিয়ন ইউস্টিটিউশনের কয়েক হাজার শিক্ষার্থী ও এলাকার বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশগ্রহণ করেন।
নাগরিক বন্ধন চলাকালে বক্তব্য রাখেন, গুঠিয়া ইউপি চেয়ারম্যান ডা. দেলোয়ার হোসেন, শিক্ষক রফিকুর রহমান, মাহাবুবুল ইসলাম, রেজাউল করিম ও সমাজসেবক খালিদ হোসেন খানসহ আরও অনেকে। এ সময় বক্তারা খুন হওয়া রিফাতের পরিবারকে সরকারিভাবে ক্ষতিপূরন, হত্যাকান্ডে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।