বেতাগীতে জেলা প্রশাসকের মতবিনিময় সভা

ডেস্ক নিউজ
ডেস্ক নিউজ,
প্রকাশিত: ০৬:৩৮ পিএম, ৯ জুলাই ২০১৯

ছবিঃ সংগ্রহীতবরগুনা জেলার নবাগত জেলা প্রশাসক বেতাগীতে উপজেলার আইন শৃঙ্খলা পরিস্থিতি, বাল্যবিবাহ, মাদক, শিক্ষা ব্যবস্থা নিয়ে মতবিনিময় সভায় মিলিত হয়।

সোমবার (৮ জুলাই) সকাল ১০ টায় উপজেলা নির্বাহী অফিসারের সম্মেলন কক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

নির্বাহী অফিসার মো. রাজীব আহসানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন , বরগুনা নয়া জেলা প্রশাসক মোস্তাইন বিল্লাহ, বিশেষ অতিথি’র বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান মো. মাকসুদুর রহমান ফোরকান, পৌর মেয়র আলহাজ্ব এবিএম গোলাম কবির, ভাইস চেয়ারম্যান মো. আমিরুল ইসলাম পিন্টু।

এছাড়া এ সময় মুক্তিযোদ্ধা মোতালেব সিকদার, পৌর আওয়ামী লীগ সভাপতি বাবুল আক্তার, সদর ইউপি চেয়ারম্যান মো. নজরুল ইসলাম, প্রেসক্লাব সভাপতি মো.মিজানুর রহমান মজনু বক্তৃতা করেন।

মতবিনিময় সভায় জেলা প্রশাসক মোস্তাইন বিল্লাহ বরগুনা-বেতাগী রুটের বাস মালিক সমিতির নৈরাজ্য বন্ধ, বিষখালী নদীর বেতাগী-কচুয়া পয়েন্টে ফেরী স্থাপন, বেতাগী-বরিশাল সরাসরি বাস সার্ভিস চালু, ডিগ্রী পরীক্ষার কেন্দ্র স্থাপনের আশ্বাস প্রদান করেন এবং মাদক, সন্ত্রাস ও চোরাকারবারীদের বিরুদ্ধে কঠোর অবস্থানে থাকার নির্দেশনা দেন।

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)