টানা বর্ষনে পাথরঘাটার জনজীবন বিপর্যস্ত (ভিডিও সহ)
টানা বর্ষণে বিপর্যস্ত হয়ে পড়েছে বরগুনার পাথরঘাটার জনজীবন। বৃষ্টির কারণে গৃহবন্দি হয়ে পড়েছেন মানুষ। গত ৩ দিনের বৃষ্টিতে মানুষের স্বাভাবিক জীবনযাত্রায় প্রভাব পড়েছে। প্রায় সব মানুষের দৈনেন্দিন কাজের বিঘ্ন ঘটছে। তবে বেশি দুর্ভোগে পড়েছেন সাধারণ খেটে খাওয়া মানুষ।
মৌসুমি বায়ুর প্রভাবে বৃষ্টিপাতের পারিমাণ বেড়ে গেছে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। আরও ৩ থেকে ৪ দিন এ বৃষ্টি অব্যাহত থাকবে বলে জানিয়েছে আবহাওয়া অফিসের সংশ্লিষ্ট কর্মকর্তারা।(বাংলানিউজ)
এদিকে বৃষ্টির কারণে গ্রামাঞ্চলের রাস্তা-ঘাট পানিতে তলিয়ে গেছে। কদমাক্ত হয়ে পড়েছে গ্রামাঞ্চলের রাস্তাঘাট। ক্ষেত খামারে পানি জমে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। এতে আউশের জন্য কিছুটা উপকারী হলেও আমনের বীজতলা ক্ষতির আশঙ্কা করা হচ্ছে। ফলে চিন্তিত হয়ে পড়েছেন চাষিরা।
এদিকে টানা বর্ষণের কারণে এ উপজেলার বেশিরভাগ নিচু এলাকা প্লাবিত হয়েছে। এতে দুর্ভোগে পড়েছেন যাত্রীরা।
অপরদিকে বৃষ্টির কারণে প্রয়োজনের তাগিদে বের হলেও যানবাহন সংকটে পড়তে হচ্ছে মানুষকে। বিশেষ করে রিকশা পাওয়া যাচ্ছে না। বৃষ্টিতে ভিজে কর্মস্থলমুখী মানুষ চরম বিড়ম্বনার মধ্যে পড়ছেন।
বৃষ্টি উপেক্ষা করেই জেলেদের মাছ শিকার করতে দেখা গেছে বিষখালী নদীতে। কারণ বৃষ্টি বাড়লে মাছের পরিমাণ বেড়ে যায় বলে মনে করেন জেলেরা। এ জন্য জাল ও নৌকাসহ ইলিশ ধরার সরঞ্জাম নিয়ে নদীতে ছুটছেন তারা।