লঞ্চ থেকে পড়ে যাওয়া সেই নারীর মরদেহ উদ্ধার
সুন্দরবন-১০ লঞ্চ থেকে বরিশালের গজারিয়া নদীতে পড়ে নিখোঁজ হেনারা বেগমের (৫৫) মরদেহ উদ্ধার করা হয়েছে।
সোমবার (৮ জুলাই) বেলা ১১টার দিকে মেহেন্দিগঞ্জের জাঙ্গালিয়া এলাকার মেঘনার শাখা নদী থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
হেনারা বেগম ঝালকাঠির কাঁঠালিয়া উপজেলার আমুয়া এলাকার মন্টু হাওলাদারের স্ত্রী।
মেহেন্দিগঞ্জ থানা পুলিশের ওসি আবিদুর রহমান জানান, নিখোঁজ ওই নারীর মরদেহ মেহেন্দিগঞ্জের জাঙ্গালিয়া এলাকার মেঘনার শাখা নদীতে দেখতে পান স্থানীয়রা। পরে তারা পুলিশকে জানান। এর পর ওই নারীর মরদেহ উদ্ধার করা হয়।
এর আগে শনিবার রাত সাড়ে ১০টার দিকে বরিশাল থেকে ঢাকাগামী সুন্দরবন-১০ নামে লঞ্চের পেছন থেকে হেনারা বেগম কাজিরহাটের নলবুনিয়া এলাকার গজারিয়া নদীতে পড়ে যান। এর পর থেকে নৌবাহিনী, নৌপুলিশ, ফায়ার সার্ভিসসহ আশপাশের বেশ কয়েকটি থানা পুলিশ উদ্ধার অভিযানে নামে।
পাঠকের মন্তব্য
(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)