কলাপাড়ায় ভারতীয় ৩২ ট্রলারসহ ৫০০ জেলে কোস্টগার্ড আশ্রয়ে
ভারতীয় ৩২টি মাছ ধরার ট্রলারসহ প্রায় ৫০০ জেলে পটুয়াখালীর কলাপাড়া কোস্টগার্ড সদস্যদের আশ্রয়ে রয়েছে। বঙ্গোপসাগরে ঝড়ের কবলে পড়ে দিক হারিয়ে শনিবার রাতে বঙ্গোপসাগর হয়ে মৌডুবী চ্যানেলে প্রবেশ করে ট্রলারগুলি।
রবিবার (৭ জুলাই) বেলা পৌনে ১২টার দিকে কোস্টগার্ড তাদের নিরাপদ হেফাজতে নিয়েছে। এ ঘটনার পর কলাপাড়া কোস্টগার্ডের জেটিতে আশ্রয় নেওয়া ট্রলার এবং জেলেদের কাছে উপস্থিত হয়েছেন কলাপাড়া উপজেলা সহকারী কমিশানার (ভূমি) অনুপ কুমার দাশ, সিনিয়র মৎস্য কর্মকর্তা মনোন কুমার দাস।
স্থানীয় প্রশাসন এবং কোস্টগার্ড সূত্রে জানা গেছে, পশ্চিমবঙ্গ এলাকার এ ট্রলারগুলো সাগরে মাছ শিকাররত অবস্থায় ঝড়ের কবলে দিক হারিয়ে ফেলে। এতে তারা বাংলাদেশের উপকূলীয় এলাকার কলাপাড়ায় প্রবেশ করে। এসব ট্রলারের প্রত্যেকটিতে ১৫ থেকে ১৮ জন জেলে রয়েছে। প্রত্যেকটি ট্রলারে ভারতীয় পতাকা টানানো আছে।
কলাপাড়ার সহকারী কমিশনার (ভূমি) অনুপ দাশ জানান, ট্রলারে থাকা জেলেদের নাম-ঠিকানা সংগ্রহ করা হচ্ছে। অধিকাংশ জেলের বাড়ি ভারতের পশ্চিম বঙ্গের ২৪ পরগণা এলাকায়।
কোস্টগার্ড পায়রা বন্দর কন্টিজেন্ট কমান্ডার মো. রেজাউল করিম জানান, আজ দুপুরে এ ট্রলারগুলো তাদের হেফাজতে নিয়েছেন।
বর্তমানে পায়রা বন্দর কোস্টগার্ড ঘাটে এ ট্রলারগুলো বেঁধে রাখা হয়েছে। তবে ট্রলারগুলোতে কোনো অবৈধ জিনিসপত্র রয়েছে কি না তাও খতিয়ে দেখছে কোস্টগার্ড।(তথ্য সূত্রঃ কালের কন্ঠ)