ছেলে ধরা সন্দেহে নারী আটক

ডেস্ক নিউজ
ডেস্ক নিউজ,
প্রকাশিত: ০৫:৪২ পিএম, ৪ জুলাই ২০১৯

ছেলে ধরা সন্দেহে নারী আটক / এই ছবিটি প্রতিকীবরিশাল নগরীর গীর্জা মহল্লা লেচুশাহ মাজার এলাকা থেকে ছেলে ধরা সন্দেহে এক নারীকে আটক করেছে স্থানীয়।

বৃস্পতিবার (৪ জুলাই) সকাল সাড়ে ১১ টার দিকে ওই নারীকে আটক করে কোতয়ালী থানায় সোপর্দ করে তারা।

কোতয়ালী থানার এসআই মেহেদী মহিলাকে ছেলে ধরা সন্দেহে আটক করে কোতয়ালী থানায় নিয়ে যায়।

তিনি আরো জানান, আটককৃত আকলিমা বেগম পিরোজপুরের স্বরূপকাঠি এলাকা থেকে বরিশালে ভিক্ষা করার জন্য আসেন। এর পরে মহিলা পানি খেতে গেলে তার বোনের ছেলে দৌড় দেয়।

এসময় আকলিমা তার বোনের ছেলেকে থাপ্পর দিলে স্থানীয় জনতা তাকে ছেলে ধরা হিসাবে আখ্যা দিয়ে আমাদের কাছে দিয়ে দেয়। আমরা যাচাই বাচাই করেছি এবং আকলিমার বোনকে নিয়ে আসা হয়েছে।

বিষয়টি কোয়তালী মডেল থানার সেকেন্ড অফিসার এসআই মোস্তাফিজুর রহমান জানান, যাচাই বাচাই শেষে ব্যবস্থা নেয়া হবে।

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)