উজিরপুরে এ্যাম্বুলেন্স চাপায় বৃদ্ধ নিহত
বরিশাল-ঢাকা মহাসড়কের উজিরপুর উপজেলার ইচলাদী বাসস্ট্যান্ডে এ্যাম্বুলেন্সের চাপায় এক বৃদ্ধ নিহত হয়েছেন। তার নাম সাগর আলী (৬৫)। এসময় স্থানীয়রা ঘাতক ভাড়ায় চালিত এ্যাম্বুলেন্স আটক করলেও চালক পালিয়ে গেছেন।
বুধবার (৩ জুলাই) বিকাল সাড়ে ৫টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহত সাগর স্থানীয় ইচলাদির মৃত সোনামদ্দিনের ছেলে।
উজিরপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শিশির কুমার পাল জানান, পথচারী সাগর আলী রাস্তার পাশে দাঁড়িয়ে ছিলেন। এ সময় উপজেলার গৌরনদী আশোকাঠী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে রোগী নিয়ে বরিশালগামী দ্রুত গতির একটি এ্যাম্বুলেন্স ওই বৃদ্ধকে চাপা দেয়। স্থানীয়রা তাকে উদ্ধার করে শেরে-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
পরে ওই এ্যাম্বুলেন্সে থাকা রোগীকে অপর একটি এ্যাম্বুলেন্স দিয়ে শেরে-ই বাংলা মেডিকেলে পাঠানো হয় বলে তিনি জানান।